Assam NRC: অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতেই নাগরিক তালিকা তৈরি হয়েছে অসমে
হাইলাইটস
- অসম এনআরসির তালিকা থেকে গায়েব বেশ কিছু তথ্য
- এর জন্যে তদন্তের আবেদন করে কেন্দ্রের দ্বারস্থ অসম এনআরসির আধিকারিকরা
- সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই অসমে নাগরিকপঞ্জিকরণ করা হয়
গুয়াহাটি: অসমে এনআরসি বা নাগরিক তালিকা (NRC) থেকে উধাও হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, গায়েব হয়ে যাচ্ছে এনআরসি (National Register of Citizens) সংক্রান্ত প্রয়োজনীয় ইমেল, আর তাতেই নড়েচড়ে বসেছেন সে রাজ্যের সরকারি আধিকারিকরা। "ইচ্ছাকৃতভাবেই গায়েব করা হচ্ছে" ওই সব তথ্য, এমনটাই মনে করছেন এনআরসির (Assam NRC) কাজের সঙ্গে জড়িত কর্তারা। একটি সূত্র NDTV-কে জানিয়েছে ওই ঘটনায় কেন্দ্রকে তদন্ত করার অনুরোধ করা হয়েছে অসমের পক্ষ থেকে। সূত্রটি জানিয়েছে, গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই ওই সংক্রান্ত তথ্য ও ইমেল ডিলিট করা হয়েছে বা গায়েব করে দেওয়া হয়েছে। ওই সময়েই অসম এনআরসির কাজ পরিচালনাকারী প্রতীক হাজেলাকে বদলি করা হয় এবং তাঁর জায়গায় সেই সময় আসেন হীতেশ দেব শর্মা ।
ওয়েবসাইট থেকে বেমালুম হাওয়া অসম NRC-র যাবতীয় তথ্য! প্রযুক্তিগত সমস্যা দর্শাল স্বরাষ্ট্রমন্ত্রক
অসম এনআরসির দায়িত্বপ্রাপ্ত দফতর এই ঘটনায় সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে পারে, কেননা আদালতের নির্দেশ মেনেই ওই নাগরিক তালিকা তৈরি হয়। তবে তার জন্যেও কেন্দ্রের কাছে আবেদন করতে হবে। ভারতের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে দেশের শীর্ষ আদালতের কাছে ওই সংক্রান্ত বিষয়ে তদন্ত করার জন্যে তদ্বির করতে পারে কেন্দ্রীয় সরকার।
গত বছরের ৩১শে অগাস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই অসমের এনআরসি সংক্রান্ত ওয়েবসাইটে ওই তালিকা দেখা যেত। কিন্তু গত কিছুদিন ধরে সেই তালিকা আর দেখা যাচ্ছে না। এ নিয়ে অসমের একটা বড় অংশের মানুষদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। বিশেষ করে যে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গেছে, তাঁদের মধ্যে এ নিয়ে নানা গুজবও ছড়াচ্ছে।
এনআরসি-সিএএ জট খুলতে উদ্যোগী কেন্দ্র, প্রকাশিত ১৩ প্রশ্ন সম্বলিত নথি
অসম এনআরসি কর্তৃপক্ষের সন্দেহ যে নাগরিকদের তালিকা তৈরির সময় আজুপি বড়ুয়া নামে একজন আধিকারিক জড়িত ছিলেন, যিনি প্রতীক হাজেলাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেই ইস্তফা দিয়েছিলেন তিনি এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন। কেননা তিনি অফিসিয়াল ইমেল অ্যাকাউন্টগুলি অ্যাক্সেসের জন্য যে পাসওয়ার্ড ছিল তা কাউকে দেননি। ইতিমধ্যেই পাসওয়ার্ড শেয়ার না করার অভিযোগে এনআরসি আধিকারিকরা প্রাক্তন এনআরসি প্রকল্প পরিচালক ম্যানেজার আজুপি বড়ুয়ার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
এদিকে অসমের বিজেপি সরকার দাবি করছে যে চূড়ান্ত এনআরসি তালিকাটি "ত্রুটিপূর্ণ" এবং এই তালিকাটির "পুনরায় যাচাই করা" দরকার।