This Article is From Sep 02, 2019

এনআরসি নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদে নামবে তৃণমূল কংগ্রেস

দলীয় সূত্রে খবর, এনআরসি নিয়ে দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।

এনআরসি নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদে নামবে তৃণমূল কংগ্রেস

১২ সেপ্টেম্বর কলকাতার চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে তৃণমূলের তরফে।

কলকাতা:

অসমে এএনআরসি (Assam NRC) করার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদে নামবে তৃণমূল কংগ্রেস (TMC), দলীয় সূত্রে এমনটাই জানা গিয়্ছে। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে একটি বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে এবং অসমে জাতীয় নাগরিকপঞ্জী করার প্রতিবাদে ৭ এবং ৮ সেপ্টেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করবে রাজ্যের শাসকদল। ১২ সেপ্টেম্বর কলকাতার চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে তৃণমূলের তরফে। দলের এক পদস্থ নেতা জানিয়েছেন, মিছিলে উপস্থিত থাকতে পারেন খোদ দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Assam NRC: তালিকা থেকে বাদ ১৯ লক্ষ মানুষের পাশে কংগ্রেস

দলের এক নেতা বলেন, “বৈঠকে অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা থেকে যে ১৯ লক্ষ মানুষ বাদ পড়েছেন, তাঁদের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের নেতাদের নির্দেশ দিয়েছেন, মানুষের কাছে গিয়ে, বিজেপির অশুভ দিক তুলে ধরতে, যেমন, তারা যদি ক্ষমতায় আসে বাংলায় এনআরসি করা হবে”।

শনিবার প্রকাশ করা হয়, অসমে বসবাসকারী ভারতীয় নাগরিকদের চূড়ান্ত তালিকা।

তিনি বলেন, “এনআরসি নিয়ে উত্তর পূর্বের নেতাদের সঙ্গে যোগাযো রাখার দায়িত্ব দেওয়া হয়েছে দলের বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম এবং রাজ্যসভার সাংসদ তথা উপনেতা সুখেন্দুশেখর রায়কে”।

দলীয় সূত্রে খবর, এনআরসি নিয়ে দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।

এনআরসির বিরোধিতা, তালিকার বাইরের মানুষদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই, দাবি তৃণমূলের

অসমে এনআরসির বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তাদের অভিযোগ, প্রকৃত নাগরিকদের নিজের দেশেই উদ্বাস্তু করে দেওয়া হয়েছে।

শনিবার অসমের জাতীয় নাগরিকপঞ্জী প্রকাশ করা হয়। এনআরসিতে নাম তোলার আবেদন করেছিলেন ৩,৩০,২৭,৬৬১ জন। তারমধ্যে চূড়ান্ত তালিকায় ঠাঁই পায় ৩,১১,২১,০০৪ জনের নাম। মোট ১৯,০৬,৬৫৭ জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে।এমনটাই জানানো হয়েছে এনআরসির রাজ্য কো-অর্ডিনেটরের দফতরের তরফে।বাদ পড়া ব্যক্তিরা ১২০ দিনর মধ্যে ফরেনার্স ট্রাইবুনালে আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.