This Article is From Feb 14, 2020

খবর বনাম ভুয়ো খবর! পার্থক্য বোঝাতে বালার আয়ুষ্মানকে টানল অসম পুলিশ

গত বছর মুক্তি পাওয়া বালা (Ayushmann Khurrana 's Bala Movie) ছবিতে একজন টেকোর চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা।

খবর বনাম ভুয়ো খবর! পার্থক্য বোঝাতে বালার আয়ুষ্মানকে টানল অসম পুলিশ

খবর আর ভুয়ো খবরের পার্থক্য বোঝাতে বালা ছবির একটা মিম ব্যবহার অসম পুলিশের।

হাইলাইটস

  • খবর বনাম ভুয়ো খবর; পার্থক্য বোঝাতে বালা ছবির পোস্টার টুইট অসম পুলিশের
  • টেকো আয়ুষ্মান আর উইগ পরা আয়ুষ্মান, পার্থক্য শুধু চুলে
  • এভাবে ভুয়ো খবরের ফাঁদে পা না দিতে অসম পুলিশকে সতর্ক করল পুলিশ
গুয়াহাটি:

খবর (News and Fake news) আর ভুয়ো খবরের পার্থক্য বোঝাতে বালা ছবির পোস্টারকে হাতিয়ার করল অসম পুলিশ (Assam Police)। সেই ছবির জনপ্রিয় মিম সোশাল সাইট টুইটারে পোস্ট (Tweet) করে ভুয়ো খবর হইতে সাবধান লিখে বার্তা ছেড়েছে সে রাজ্যের পুলিশ। গত বছর মুক্তি পাওয়া বালা (Ayushmann Khurrana 's Bala Movie) ছবিতে একজন টেকোর চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। নিজের অকাল চুল ঝরা নিয়ে বেশ বিব্রত আয়ুষ্মান। সেই ছবিতে এমনটাই দেখা গিয়েছে। এমনকি, উইগ পরে নিজের ব্যক্তিত্ব অনেকটা ম্যানেজ দেওয়ারো চেষ্টা করেছেন আয়ুষ্মান। সেই উইগ-সহ আর টেকো আয়ুষ্মানের ছবি টুইটারে ছেড়ে অসম পুলিশের বার্তা, "টেকো ছবিটা আসল খবর আর যেটা উইগ পরা ছবি সেটা ভুয়ো খবর।"এর আগেও বিভিন্ন সামাজিক বার্তা দিতে একাধিক বলিউড ছবিকে মাধ্যম বানিয়েছিল অসম পুলিশ। এবারো সেই পথে হাঁটল তারা। 

সেই দুটি ছবির নীচে টুইটারে আরও লেখা হয়েছে, দেখুন চুল কীভাবে পার্থক্য গড়ে দিল। এরম পার্থক্য দেখে একদম বোকা বনবেন না। সেই টুইটে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আর আয়ুষ্মান খুরানাকে উল্লেখ করা হয়েছে। এবছর ফিল্মফেয়ার পুরস্কার অসমে অনুষ্ঠিত হয়েছে। 

দেখুন অসম পুলিশের সেই টুইট :

টুইটারে শেয়ার হওয়া মাত্রই সেই পোস্ট প্রায় ৫০০ লাইক পেয়েছে। অনেকে বেশ মজাদার মন্তব্য করেছে সেই টুইটের নীচে। এক নেটিজেন লিখেছেন : দিনের সবচেয়ে মজাদার টুইট। আরও এক নেটিজেন লিখেছেন; বেশ চমকপ্রদ মিম। 

এর আগে ধামাল ছবির একটা দৃশ্য পোস্ট করে পথনিরাপত্তা প্রসঙ্গে নাগরিককে সচেতন করতে উদ্যোগ নিয়েছিল অসম পুলিশ।  

Click for more trending news


.