Assam NRC: এবার এনআরসি চূড়ান্ত তালিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে All Assam Students' Union।
গুয়াহাটি: শনিবারই প্রকাশ হয়েছে অসমের চূড়ান্ত নাগরিক তালিকা (Assam NRC) । তবে জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি-র চূড়ান্ত জাতীয় নিবন্ধীকরণ তালিকায় বাদ পড়ার পরিসংখ্যান নিয়ে সন্তুষ্ট নয় সর্বভারতীয় অসম ছাত্র সংগঠন (All Assam Students' Union)। তাঁরা বলেছে যে চূড়ান্ত নাগরিক তালিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে Supreme Court) আবেদন করা হবে। সর্বভারতীয় অসম ছাত্র সংগঠন বা অল অসম স্টুডেন্টস ইউনিয়ন, অসম চুক্তির স্বাক্ষরকারী, ১৯৮৫ নথি অনুসারে যা অসমের অবৈধ বাসিন্দাদের "সনাক্তকরণ, বাতিল এবং নির্বাসন"-এর পক্ষে তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে শুধুমাত্র প্রকৃত ভারতীয় নাগরিককে তালিকায় অন্তর্ভুক্ত করতেই রাজ্যের এনআরসি আপডেট করা হয়েছে।
NRC তালিকায় নাম নেই বিরোধী দলের বিধায়কের
"আমরা মোটেও খুশি নই। এটি আপডেট করার প্রক্রিয়ায় কিছু ভুল আছে বলে মনে হয়। আমরা বিশ্বাস করি এটি একটি অসম্পূর্ণ এনআরসি। আমরা এই এনআরসি-র সমস্ত খামতি-বিচ্যুতি দূর করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব," জানান এএএসইউর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ।
অসমের চূড়ান্ত এনআরসি তালিকা অনলাইনে প্রকাশ করা হয় আজ অর্থাৎ শনিবার ঠিক সকাল ১০টায়। ওই নাগরিক তালিকা থেকে বাদ পড়ে ১৯ লক্ষ মানুষের নাম, চূড়ান্ত তালিকায় স্থান পান ৩.১১ কোটি মানুষ। অসম নাগরিকদের চূড়ান্ত জাতীয় নিবন্ধীকরণ তালিকায় ওই ১৯ লক্ষ মানুষকে অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে ।
“হিন্দুদের বিতাড়িত করার ষড়যন্ত্র”, NRC তালিকা নিয়ে অখুশী বিজেপি নেতা
সাংবাদিক সম্মেলন করে সর্বভারতীয় অসম ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন, চূড়ান্ত এনআরসি তালিকায় যত সংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তা এনআরসি কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যে পরিসংখ্যান তুলে ধরেছিলেন তার ধারেকাছেও পৌঁছয়নি। তাই এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে ওই ছাত্র সংগঠন।