Assembly Election Results 2019 Live Updates: দুটি নির্বাচনের ফলাফল আজ প্রকাশিত হবে
ওড়িশা: স্বাধীনতা পূর্ববর্তী ভারতের কথা এলে বাংলা বিহার এবং ওড়িশা (Odisha) একই সঙ্গে উচ্চারিত হয়।কারণটা অবশ্য ভৌগলিক। কিন্তু এবার বিজেপির (BJP) কাছে রাজনৈতিক কারণে বাংলা এবং ওড়িশা (Odisha) একই রকম গুরুত্বপূর্ণ। মানে নির্বাচন প্রক্রিয়া শুরুর অনেক আগে থেকেই রাজনৈতিক বোদ্ধাদের মনে হয়েছিল এবার যদি বিজেপিকে (BJP) ক্ষমতায় ফিরতে হয় তাহলে বাংলা এবং ওড়িশায় ভালো ফল (Odisha Assembly Election Result) করতেই হবে। সত্যটা বুঝতে দেরি করেননি গেরুয়া শিবিরের নেতারা। এই প্রয়োজন খুব ভালোভাবেই অনুধাবন করেছিলেন তাঁরা।আর তাই দীর্ঘদিন ধরেই বাংলার পাশাপাশি ওড়িশায় সংগঠন বৃদ্ধির কাজ করে গিয়েছে বিজেপি। এবার ওড়িশায় একই সঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট হচ্ছে।
LIVE ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2019
দুটি নির্বাচনের ফলাফল আজ প্রকাশিত হবে। ওড়িশা বিধানসভায় ১৪৭টি আসন রয়েছে। সবেতেই প্রার্থী দিয়েছে দুটি দল বিজেপি এবং ক্ষমতাসীন বিজেডি। বাকি কংগ্রেস থেকে শুরু করে বহু জন সমাজ পার্টি এবং আরও কয়েকটি আঞ্চলিক দল এবার ওড়িশায় লড়ছে। তবে মূল লড়াইটা হচ্ছে বিজেপি এবং বিজেপির মধ্যে। এবার জিতলে পরপর চার বার মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড করবেন নবীন পট্টনায়ক। নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরও নির্ণায়ক ভূমিকা নিয়ে নিতে পারে ওড়িশা। শেষমেষ যদি দেখা যায় ওড়িশার শাসক দল বিজেডির সমর্থন বিজেপিকে নিতে হচ্ছে তাহলে পরিস্থিতি কোথায় দাঁড়াবে তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
LIVE পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল 2019
এমনিতেই নবীন পট্টনায়ক শেষমেষ কোনদিকে থাকবেন তা নিয়ে জল্পনা চলছে। আজ বিকেল সন্ধ্যার মধ্যেই গোটা দেশের রাজনৈতিক সমীকরণ মোটের উপর স্পষ্ট হতে চলেছে একইভাবে উৎকল বঙ্গে আগামী পাঁচ বছর কার জোর থাকবে তাও স্পষ্ট হয়ে যাবে আজ। শুধু বিধানসভা নয় ওড়িশার লোকসভা ভোটেও চমক আছে। এবার পুরী থেকে প্রার্থী হয়েছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। তাছাড়া প্রচারের শুরু থেকে শেষ আগাগোড়া সময় দিয়েছেন পেট্রলিয়াম মন্ত্রী। ভোটের মাঝেই ওড়িশায় হানা দিয়েছিল ঘূর্ণিঝড় ফণী। সে ধাক্কায় কাটিয়ে উঠছে ওড়িশা। কিন্তু ইভিএম যন্ত্রে কার পক্ষে তা জানা যাবে আজ-ই।
এবারের বিধানসভায় এই প্রথমবার নবীন পট্টনায়ক দুটি আসন থেকে লড়াই করছেন। ২০০০ সাল থেকে দক্ষিণ ওড়িশার হিনজিলি থেকে তিনি জয়লাভ করছেন।
আজ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায় লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভা নির্বাচনের গণনা শুরু হতে চলেছে। এখানে বিধানসভার মোট ১৪৭ টি আসন আছে।বর্তমানে ক্ষমতায় আছে নবীন পট্টনায়কের বিজু জনতা দল।
আজ সকাল আট টা থেকে চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনাও শুরু হবে।