Read in English
This Article is From Dec 13, 2018

পাঁচ রাজ্যের ভোটে হার, আজ ম্যারাথন বৈঠকে বিজেপি

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আজ বৈঠকে বসছেন বিজেপি নেতারা। 

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from PTI)

দীর্ঘ ১৫ বছর হাতে থাকার পর মধ্যপ্রদেশ এবং  ছত্তিশগড় হাত ছাড়া  হয়েছে বিজেপির।

Highlights

  • নির্বাচনে পরাজয়ের পর আজ বৈঠকে বসছেন বিজেপি নেতারা
  • প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতির সাংসদদের সঙ্গে দেখা করবেবন
  • তার আগে সাত ঘণ্টা ধরে একটি পৃথক বৈঠক করবেন অমিত
নিউ দিল্লি :

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আজ বৈঠকে বসছেন বিজেপি নেতারা।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ দলের সাংসদদের সঙ্গে  বৈঠক করবেন। তার আগে সাত ঘণ্টা ধরে একটি  পৃথক বৈঠক করবেন অমিত। আলাদা করে প্রতিটি রাজ্য  নিয়ে  আলোচনা  হবে  সেখানে। এরপর সাংসদের সঙ্গে  দেখা  হবে দুই নেতার। দিল্লিতে সরকারে আসার  পর থেকে  এত খারাপ ফল কখনও করেনি বিজেপি। সংসদে অধিবেশন চলার সময় প্রতি সপ্তাহে  সাংসদদের সঙ্গে কথা বলেন মোদী। কিন্তু সাম্প্রতিক বিপর্যয়ের পর  এই বৈঠকের আলাদা গুরুত্ব  রয়েছে।

দীর্ঘ ১৫ বছর হাতে থাকার পর মধ্যপ্রদেশ এবং  ছত্তিশগড় হাত ছাড়া  হয়েছে বিজেপির।  হারতে হয়েছে  রাজস্থানেও। তেলেঙ্গানা আর মিজোরামেও একটা করেই আসন  পেয়েছে  বিজেপি।

Advertisement

"আমাদের উচিৎ হিংসা বিসর্জন দেওয়া" ২০০১-এর সংসদ হামলা স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ভোটের ফল প্রকাশিত হওয়ার আগেই  বৈঠকে সূচি চূড়ান্ত হয়েছিল।

Advertisement

 বিধানসভা  নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র  বলেন,  ‘জয় এবং পরাজয় জীবনের অঙ্গ। আজকের ফল আমাদের আরও বেশি করে উন্নয়নের কাজ করতে  প্রেরণা দেবে।'   পাশিপাশি  নির্বাচনে ভাল ফল  করায় কংগ্রেস থেকে শুরু করে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং মিজো ন্যাশনাল ফ্রন্টকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী।

গত লোকসভা নির্বাচনে  এই তিন রাজ্যে  ৬৫টির মধ্যে  ৬২ টি বিজেপি  দখল করেছিল।

Advertisement