This Article is From Apr 25, 2019

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্র

Assembly Elections 2019: লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা ভোট হবে যেদিন, সেদিনই এই তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্র

ভাটপাড়া থেকে মদনকে দাঁড় করালেন মমতা(ফাইল ছবি)

সিউড়ি:

সারদা চিটফান্ড কেলেঙ্কারি থেকে শুরু করে অন্যান্য ইস্যুতে তাঁর নামে অভিযোগ একাধিক। প্রায় দু'বছর পর্যন্ত ছিলেন জেল হেফাজতে। হারিয়েছেন মন্ত্রীত্ব। তবু, আসলে যেন কিছুই হারাননি তিনি। গত কয়েকমাস ধরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় ফিনিক্স পাখির মতো করে উঠে এসেছেন। তাঁর লাইভ ভিডিও, সেখানে রাখা তাঁর বক্তব্য এবং পোশাকআশাক- সবকিছুই এখন নেটিজেনদের আলোচনার শীর্ষে। তাঁর ফেসবুক পেজে রোজ পড়ে হাজার হাজার মন্তব্য। তাঁকে নিয়ে তৈরি হওয়া একটি মিম পেজও কয়েক সপ্তাহ ধরে মাতিয়ে রেখেছে সোশ্যাল মিডিয়ার বাজার। এইসবের মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করলেন, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সেখান থেকে তৃণমূল প্রার্থী হতে চলেছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র(Madan Mitra)।

ইমরান তো আমার বন্ধু, প্রয়োজন পড়লে ওর সঙ্গে কথা বলব না কেন: মুনমুন সেন

এছাড়া, হাবিবপুর এবং ইসলামপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এই দুই কেন্দ্রের প্রার্থীরা হলেন যথাক্রমে অমল কিস্কু এবং আব্দুল করিম চৌধুরী।

লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা ভোট হবে যেদিন, সেদিনই এই তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।

মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে রাজ্যে। যে যে কেন্দ্রের বিধায়করা লোকসভা ভোটে লড়ছেন, সেই সেই কেন্দ্রেই হবে বিধানসভা নির্বাচন।

ভাটপাড়ার পূর্বতন বিধায়ক অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরই ওই আসনটি খালি হয়ে যায়।

সৌজন্য বিক্রি করতে ভালবাসেন মোদী: মমতা

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে টানা ২১ মাসেরও বেশি সময় ধরে জেল হেফাজতে থাকার পর জামিনে ছাড়া পান মদন মিত্র(Madan Mitra)।

তাঁকে মমতার প্রার্থী হিসেবে দাঁড় করানোকে রাজনীতিতে মদনের 'দ্বিতীয় ইনিংস' হিসেবেই দেখছে ওয়াকিবহালমহল।

অন্যদিকে, দার্জিলিং বিধানসভা কেন্দ্রে বিনয় তামাং-কে সমর্থন জানাবে তৃণমূল কংগ্রেস, এই কথাও জানিয়ে দেন মমতা।

আমরা রসগোল্লা দেব, উপহারও দেব, কিন্তু ভোট নয়, মোদীকে জবাব মমতার

১৯ মে লোকসভা নির্বাচনের সপ্তম দফায় এই রাজ্যের ন'টি কেন্দ্রে ভোটগ্রহণ। ওই কেন্দ্রগুলি হল- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.