This Article is From Oct 24, 2019

Assemly and By Elections 2019 Result Live Update: দুই রাজ্যে বিধানসভা, ১৮ রাজ্যের ৫১ আসনে উপনির্বাচনের গণনা

Election Results 2019 Live Updates: হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পাশাপাশি আজ ৫১টি বিধানসভা এবং ২টি লোকসভা আসনে উপনির্বাচনেরও ভোটগণনা।

Advertisement
অল ইন্ডিয়া Edited by ,

Assembly Election Results 2019: সোমবার উপনির্বাচনের ভোটগ্রহণে ৫৭ শতাংশ ভোট পড়ে

হরিয়ানা (Haryana) ও মহারাষ্ট্রে (Maharashtra) বিধানসভা নির্বাচনের পাশাপাশি আজ ৫১টি বিধানসভা (Assembly Election) এবং ২টি লোকসভা আসনে উপনির্বাচনেরও(By-Elections) ভোটগণনা। ১৮টি রাজ্যে দুদিন আগেই ভোটগ্রহণ হয়। এরমধ্যে প্রায় ৩০টি বিধানসভা আসন রয়েছে বিজেপি অথবা তাদের জোটসঙ্গীর দখলে, ১২টিতে জয়ী কংগ্রেস এবং বাকিগুলিতে আঞ্চলিকদলগুলি জয়ী। দলগুলির কাছে এই উপনির্বাচন সম্মানরক্ষার লড়াই, কারণ, ফলাফলে বিধানসভায় আসনের পাটিগণিতে খুব একটা হেরফের হবে না, বরং  দলগুলিকে আরও শক্তি জোগাবে। সোমবার উপনির্বাচনের ভোটগ্রহণে ৫৭ শতাংশ ভোট পড়ে। বিজেপি ও তাদের জোটসঙ্গীদের দখলে থাকা রাজ্যগুলির মধ্যে, সর্বোচ্চ ১১টি আসনে গণনা হবে উত্তরপ্রদেশে, গুজরাটে ৬টি, বিহারে ৫টি, অসমে ৪টি, এবং হিমাচলপ্রদেশ ও তামিলনাড়ুতে দুটি করে আসনে।

মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের ফলাফল এনসিপির জন্যও গুরুত্বপূর্ণ। তারা কংগ্রেসের জোটসঙ্গী হিসেবে নির্বাচনে লড়েছে। এদিকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, এআইএমআইএম ও বঞ্চিত বহুজন আঘাদির মতো দলের কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে হরিয়ানাতেও আঞ্চলিক দলগুলির মধ্যে লড়াই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যেমন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও জননায়ক জনতা পার্টি। বিএসপিও দুই রাজ্যেই তাদের প্রার্থী দিয়েছে।

এগজিট পোল জানিয়েছে, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটই ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু আসনসংখ্যার তারতম্য হবে।

অধিকাংশ এগজিট পোলই হরিয়ানায় বিজেপির পরিষ্কার জয় দেখছে। তবে একটি এগজিট পোল দুই প্রধান দলই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে। কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

Oct 24, 2019 13:39 (IST)
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিংহ হুডা জেপিপি-র দুষ্মন্ত সিংহ চৌতালা ও আইএনএলডিকে আহ্বান জানালেন কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার জন্য। 

Oct 24, 2019 13:33 (IST)

Election Results 2019 LIVE: লোকসভা উপ নির্বাচনে পিছিয়ে বিজেপি প্রার্থী

মহারাষ্ট্রের সাতারা লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনে পিছিয়ে বিজেপি প্রার্থী উদয়নরাজে ভোঁশলে। তিনি ৪১,২৫৫ ভোটে পিছিয়ে রয়েছেন এনসিপি প্রার্থী শ্রীনিবাস পাতিলের থেকে।

Oct 24, 2019 13:29 (IST)

Haryana Assembly Results 2019: বিজেপির রাজ্য সভাপতি সুভাষ বারালা পদত্যাগ করলেন

হরিয়ানার বিজেপি রাজ্য সভাপতি সুভাষ বারালা পদত্যাগ করলেন। রাজ্যে দলের খারাপ পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিয়ে দায়িত্ব ছাড়লেন তিনি। তিনি নিজে তোহানা কেন্দ্রে ১০,৩৮৩ ভোটে পিছিয়ে রয়েছেন জেজেপির দেবেন্দর সিংহ বাবলির কাছে।

Oct 24, 2019 13:24 (IST)

Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬০-১০০ ব্যবধানে এগিয়ে বিজেপি-শিবসেনা

দুপুর ১টার হিসেব বলছে কংগ্রেস-এনসিপি জোটের থেকে বিজেপি শিবসেনা এগিয়ে গিয়েছে ১৬০-১০০ ব্যবধানে।

Oct 24, 2019 13:22 (IST)

Haryana Election Results 2019: বিজেপির ভোট ৬ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ

২০১৪ সালে বিধানসভায় বিজেপি ভোট পেয়েছিল ৬ শতাংশ। এবার তাদের ভোট বেড়ে দাঁড়িয়েছে ৩৯ শতাংশ। কংগ্রেস পেয়েছে ২৮ শতাংশ ভোট। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল পেয়েছে মাত্র ৩ শতাংশ ভোট।

Advertisement
Oct 24, 2019 12:29 (IST)
সূত্রানুসারে, এনসিপি নেতা অজিত পাওয়ার সাংবাদিক সম্মে‌লেন উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে।

Oct 24, 2019 12:27 (IST)

Maharashtra Election Result 2019 LIVE: এগিয়ে কোন কোন হেভিওয়েট

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এগিয়ে রয়েছেন ৫,১০৩ ভোটে।

রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল ১০,০৮৬ ভোটে এগিয়ে রয়েছেন।

বিজেপির মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাতিল এগিয়ে ২৬, ৭২৪ ভোটে।

এনসিপি নেতা ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এগিয়ে রয়েছেন ৪৯, ৮৫১ ভোটে।

Oct 24, 2019 12:07 (IST)

প্রকাশ সিংহ বাদল মধ্যস্থতা করবেন বিজেপি ও দুষ্মন্ত সিংহ চৌতালার মধ্যে: সূত্র

সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে সংশয় বিজেপির। এই অবস্থায় জেপিপির দুষ্মন্ত সিংহ চৌতালার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজেপি অকালি দলের প্রকাশ সিংহ বাদলকে অনুরোধ করেছে দুষ্মন্ত সিংহ চৌতালার সঙ্গে বিজেপির মধ্যস্থতার ব্যাপারে।

Oct 24, 2019 11:45 (IST)

Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬৪-৯৬ ব্যবধানে এগিয়ে বিজেপি-শিবসেনা

সকাল এগারোটার হিসেব বলছে কংগ্রেস-এনসিপি জোটের থেকে বিজেপি শিবসেনা এগিয়ে গিয়েছে ১৬৪-৯৬ ব্যবধানে। বিজেপি এগিয়ে রয়েছে ৯৯টি আসনে। শিবসেনা জোট এগিয়ে ৬৫টি আসনে। এদিকে কংগ্রেস ৪৩ ও এনসিপি ৫৩টি আসনে এগিয়ে।

Oct 24, 2019 11:38 (IST)

LIVE Haryana Election Results: à¦ªà¦¿à¦›à¦¿à§Ÿà§‡ কংগ্রেসের বর্ষীয়ান নেতা রণদীপ সিংহ সূর্যেওয়ালা

কংগ্রেসের বর্ষীয়ান নেতা রণদীপ সিংহ সূর্যেওয়ালা বিজেপির লীলা রামের থেকে পিছিয়ে গিয়েছেন ২,৪২৩ ভোটে। তিনি জিন্দের উপ নির্বাচনেও হেরেছিলেন এর আগে। 

Oct 24, 2019 11:30 (IST)

Haryana Election Results Today: মনোহরলাল খাট্টারকে ডাকা হল দিল্লিতে

বিজেপি ডাক পাঠাল মনোহরলাল খাট্টারকে। সূত্রানুসারে, যেহেতু এখনও পর্যন্ত যে ধারা লক্ষণীয়, তাতে বিজেপির সঙ্গে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। এই অবস্থায় দুষ্মন্ত সিংহ চৌতালার সঙ্গে কথা চালাতে টায়। এই পরিস্থিতিতে দুষ্মন্ত সিংহ চৌতালার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Oct 24, 2019 11:24 (IST)
Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬২-৯০ ব্যবধানে এগিয়ে বিজেপি-শিবসেনা 

সকাল এগারোটার হিসেব বলছে কংগ্রেস-এনসিপি জোটের থেকে বিজেপি শিবসেনা এগিয়ে গিয়েছে ১৬২-৯০ ব্যবধানে। 

Oct 24, 2019 11:19 (IST)
Haryana Assembly Elections 2019: হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে

Oct 24, 2019 11:09 (IST)

Haryana Assembly Results 2019: মনোহরলাল খাট্টার এগিয়ে ৪৫৮৮ ভোটে

প্রথম রাউন্ডের গণনা শেষে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ৪৫৮৮ ভোটে এগিয়ে রয়েছেন তাঁর কেন্দ্র কার্নাল থেকে।


Oct 24, 2019 11:01 (IST)
Maharashtra Election Result 2019 LIVE: বিজেপি নেতা একনাথ খাড়সের কন্যা রোহিনী খাড়সে এগিয়ে মুক্তাইনগরে

মহারাষ্ট্রের বিজেপি নেতা একনাথ খাড়সের কন্যা রোহিনী খাড়সে এগিয়ে রয়েছেন মুক্তাইনগর কেন্দ্রে। ৩৬ বছরের রোহিনী এগিয়ে রয়েছেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী নিম্বা‌ পাতিলের থেকে। নিম্বা একজন নির্দল প্রতিদ্বন্দ্বী। এই আসনে এতদিন ছিলেন তাঁর বাবা। যিনি এর আগে শিবসেনায় থাকায় নিম্বা পাতিলকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন এই কেন্দ্র থেকে। 

Oct 24, 2019 10:57 (IST)
Maharashtra Election Result 2019 : ওরলি বিধানসভা কেন্দ্রে à¦à¦—িয়ে আদিত্য থ্যাকারে 

শিবসেনার প্রার্থী আদিত্য থ্যাকারে ওরলি বিধানসভা কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছেন। ২৯ বছরের আদিত্য শিবসেনার শক্ত ঘাঁটি ওরলি থেকে জিতবেন এটা প্রত্যাশিতই রয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির সুরে মানের বিরুদ্ধে। ১৯৬৬ সালে বাল থ্যাকারে শিবসেনা প্রতিষ্ঠা করার পর থেকে আদিত্যই প্রথম, যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

Oct 24, 2019 10:44 (IST)

Haryana Election Results 2019: ''আদমপুরে জয়ী হবে বিজেপি'', বললেন সোনালি ফোগত

হরিয়ানায় আদমপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হবে বিজেপিই। আত্মবিশ্বাসের সুরে একথা জানালেন সোনালি ফোগত। টিক টক ভিডিও করে খ্যাতির শীর্ষে পৌঁছন সোনালি। এবার তিনি পেয়েছেন বিজেপির টিকেট। আদমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের বর্ষীযান নেতা কুলদীপ বিশ্নোই। এই বিধানসভা কেন্দ্রের তিন বারের বিধায়ক কুলদীপ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের পুত্র।

সোনালি ফোগত দাবি করেছেন, বিজেপি হরিয়ানায় জয়ী হবে। আর তিনি জয়ী হবেন আদমপুর থেকে। তিনি বলেন, আদমপুরের মানুষ এই বিধানসভা কেন্দ্রের উন্নয়ন চান।

Oct 24, 2019 10:37 (IST)
Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬৫-৮৮ আসনে এগিয়ে বিজেপি-শিবসেনা জোট 
সকাল সাড়ে দশটার গণনা অনুযায়ী, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজেপি-শিবসেনা জোটই। তারা কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬৫-৮৮ আসনে এগিয়ে রয়েছে।
Oct 24, 2019 09:58 (IST)
Haryana Results News: কংগ্রেসের রণদীপ সিংহ সূর্যেওয়ালা পিছিয়ে 

Oct 24, 2019 09:55 (IST)

Maharashtra Election Result 2019 LIVE: নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই আশিস দেশমুখের

নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি। তবে এবারের বিধানসভায় সেখানেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও বিজেপি ত্যাগ করা আশিস দেশমুখের।




Advertisement