This Article is From Sep 25, 2018

বছরে 120 দিন বাংলা সিনেমা দেখানোর নির্দেশকে স্বাগত জানাল সিনেমা সংগঠন

বাংলা ছবিকে উৎসাহ দিতে বড় পদক্ষেপ করেছিল  রাজ্য সরকার। বলেছিল সিঙ্গল স্ক্রিন সিনেমা হল বা মাল্টি প্লেক্সে বছরে 120  দিন বাংলা সিনেমা দেখাতেই হবে।

Advertisement
Kolkata

পুজোয় ছ’টি ছবি মুক্তি পেতে চলেছে বলে জানা গিয়েছে ।

Highlights

  • বাংলা ছবিকে উৎসাহ দিতে বড় পদক্ষেপ করেছিল রাজ্য সরকার
  • সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল সিনেমা সংগঠন
  • এই পুজোয় ছ’টি ছবি মুক্তি পেতে চলেছে
কলকাতা:

বাংলা ছবিকে উৎসাহ দিতে বড় পদক্ষেপ করেছিল  রাজ্য সরকার। বলেছিল সিঙ্গল স্ক্রিন সিনেমা হল বা মাল্টি প্লেক্সে বছরে 120  দিন বাংলা সিনেমা দেখাতেই হবে। তার মধ্যে  প্রাইম টাইমে কমকরে একটি শো রাখতেই হবে। মানে একটি শো প্রদর্শিত হতে হবে  দুপুর বারোটা থেকে রাত ন’টার মধ্যে।

এই মর্মে নির্দেশিকা জারি হয়েছি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন। পাশাপাশি পুজোর মুখে ছবি দেখানোর খরচ কমানোর সিদ্ধান্তেরও প্রশংসা  করেছে সংগঠন। চেয়ারপার্সেন প্রিয়া সেনগুপ্ত জানিয়েছেন ডিজিটাল প্রজেকশনের মাধ্যমে ছবি দেখানোর খরচ 18,000 টাকা  থেকে কমে  7,000 টাকা হয়েছে। এতে স্বল্প পুঁজি নিয়ে ছবি করতে আসা প্রযোজকদের সুবিধা হবে। তিনি জানান এই পুজোয় ছ’টি ছবি মুক্তি পেতে চলেছে।

হিন্দি বা অন্য ভাষার ছবির সঙ্গে বাংলা ছবি যাতে সমানে সমানে টক্কর দিতে পারে তাই এই ব্যবস্থা করেছে প্রশাসন। অনেক সময় দেখা যায় একই সঙ্গে দুটি বা তিনটি হিন্দি বা অন্য ভাষার চর্চিত ছবি মুক্তি পায়। তখন বাংলা ছবির জন্য সকাল বা  রাতের দিকের স্লট নির্দিষ্ট করা হয়। এর ফলে দর্শক সংখ্যা কমতে শুরু করে। এ ধরনের সমস্যা যাতে এড়ানো যায় তার জন্যই এমন নির্দেশিকা জারি হয়েছে বলে মনে করা  হচ্ছে।

Advertisement

 

Advertisement