নিউ দিল্লি: রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৯ মে। অর্থাৎ, লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন। ওই তিনটি কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিজেদের প্রার্থীতালিকা ঘোষণা করে দিল কংগ্রেস। ওই তিন কংগ্রেস প্রার্থী হলেন আলহাজ মুজফফর হুসেন (ইসলামপুর), রেজিনা মূর্মু (হাবিলপুর- তফশিলী উপজাতি) এবং খাজা আহমেদ হুসেন (ভাটপাড়া)। নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে, যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে এই রাজ্যে আগামী ১৯ মে, সেখানকার ভোট গণনাও করা হবে লোকসভা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলির ভোটগণনার সঙ্গেই। যেহেতু, এই পাঁচ বিধানসভা কেন্দ্রের বিধায়করা ২০১৯ সালের লোকসভা নির্বাচনের লড়াইয়ে দাঁড়িয়েছেন, সেই কারণেই এই উপনির্বাচন।
সৌজন্য বিক্রি করতে ভালবাসেন মোদী: মমতা
এই পাঁচটি কেন্দ্র হল- দার্জিলিং, ইসলামপুর, কান্দি, হাবিলপুর (তফশিলী উপজাতি) এবং ভাটপাড়া।
১৯ মে লোকসভা নির্বাচনের সপ্তম দফায় এই রাজ্যের ন'টি কেন্দ্রে ভোটগ্রহণ। ওই কেন্দ্রগুলি হল- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)