Read in English
This Article is From May 16, 2020

বাকি থাকা পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা স্থগিত CBSE বোর্ডের

অগাস্টে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Education Edited by ,
নয়াদিল্লি:

শনিবার নির্ঘন্ট প্রকাশের ঘোষণা থাকলেও, সিবিএসই স্থগিত রাখল সেই ঘোষণা। দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার একাধিক বিষয়ের পরীক্ষা গ্রহণ ঝুলে। নেপথ্যে করোনা সংক্রমণ ও লকডাউন। সেই ঝুলে থাকা পরীক্ষা কবে গ্রহণ করা হবে? তার সূচি প্রকাশের ঘোষণা শনিবার করার কথা ছিল। কিন্তু মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইট করে বলেছেন; "চূড়ান্ত সূচি গ্রহণের আগে আরও কিছুটা সময় পর্যালোচনা করতে চায় সিবিএসই। তাই শনিবার পাঁঁচটায় ঘোষিত হবে না সূচি।" যদিও শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এর আগে জানিয়েছিলেন, সিবিএসই বা কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থেকে যাওয়া পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে। শিক্ষাবোর্ড ঘোষণা করেছে যে ২৯ টি গুরুত্বপূর্ণ বিষয়ে দশম ও দ্বাদশ শ্রেণির মুলতুবি থাকা বোর্ডের পরীক্ষা ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

“শিক্ষার্থীরা! আজ বিকেল ৫ টায় #সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। আরও বিশদে জানতে সঙ্গে থাকুন,” টুইট করেছেন ডাঃ পোখরিয়াল।

অগাস্টে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement