Read in English
This Article is From Jan 27, 2019

একশো এগারো ফুট উচ্চতায় উড়ছে জাতীয় পতাকা, দেখেছেন কি?

‘‘১১০ ওয়াটের তিনটি এলইডি আলোর ব্যবস্থা করা হয়েছে পতাকার কাছেই, যাতে সন্ধ্যায় সেই পতাকাকে আরও মনোমুগ্ধকর দেখায়’’— জেলের তরফে এক মন্তব্যে জানানো হয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া

আধিকারিকদের মতে, পতাকাটি ৫ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে। 

নিউ দিল্লি:

মন্দোলির জেলে গতকাল ২৬ শে জানুয়ারি উপলক্ষে ১১১ ফুট উচ্চতার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তর-পূর্ব দিল্লির সেই জেলের পতাকাই এখনও সর্বোচ্চ বলে গণ্য করা হচ্ছে। 

কারা দফতরের ডিরেক্টর জেনারেল অজয় কাশ্যপ পতাকাটি উত্তোলন করেন। আধিকারিকদের মতে, পতাকাটি ৫ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে। 

আরও পড়ুনঃ জানেন কী জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের পার্থক্য ঠিক কোথায়?

‘‘১১০ ওয়াটের তিনটি এলইডি আলোর ব্যবস্থা করা হয়েছে পতাকার কাছেই, যাতে সন্ধ্যায় সেই পতাকাকে আরও মনোমুগ্ধকর দেখায়''— জেলের তরফে এক মন্তব্যে জানানো হয়েছে।

Advertisement

সূত্রের খবর, ডিজি মন্দোলি জেল ভবনের একটি স্মারক  ফলকের উপরে ওই বিশাল পতাকাটি উত্তোলন করেন। 

এক মন্তব্যে বলা হয়েছে, ‘‘১১১ ফুটের এই পতাকাটিই মন্দোলি জেল তথা গোটা পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লির সর্বোচ্চ পতাকা। কারা দফতর তার সংশোধনাগারের আবাসিকদের সংশোধন ও পুনর্বাসনে যথেষ্ট সচেষ্ট। তাদের মধ্যে জাতীয়তাবোধ, শান্তি ও সহমর্মিতাবোধ জাগ্রত করাটাও আমাদের বড় দায়িত্ব। ''

Advertisement

আরও খবর দেখুন এখানে

Advertisement