বারাণসী: বারাণসীর প্রবাসী ভারতীয়দের সভায় উপস্থিত হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের লোকসভা কেন্দ্রে প্রবাসী ভারতের সভায় বক্তব্য রাখছিলেন মোদী। আজ ছিল প্রবাসী ভারতীয় দিবস। এই সম্পর্কে আলোচনা সভার উদ্বোধন করেন মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি বলেছিলেন কেন্দ্রীয় সরকার ১ টাকান পাঠালে জণগনের কাছে ১৫ পয়সা পৌঁছয়। মোদী বলেন, এটা বন্ধ করতে সরকার কিছু করেনি। মানুষ নিজেদের করের টাকা দিয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে টাকা নয় ছয় হয়ে যাওয়া নিয়ে কোনও পদক্ষেপ করেনি সরকার। পরিসংখ্যান দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ৫,৮০, ০০০ কোটি টাকা সিদ্ধান্ত নিলে তার মধ্যে ৪,৫০,০০০ টাকাই গায়েব হয়ে যেত।
এদিকে এদিনের সভায় মোদী বলেন প্রবাসীরাই বিদেশে ভারতকে প্রতিনিধিত্ব করেন । তাঁর কথায়, ‘আমি মনে করি প্রবাসী ভারতীয়রাই বিশ্বের দরবারে ভারতকে প্রতিনিধিত্ব করেন। দেশের সংস্কৃতি তাঁদের মধ্যেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।' তিনি বলেন, মরিশাস থেকে শুরু করে পর্তুগালের মতো দেশে প্রবাসী ভারতীয়রাই বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন তিনি।'