এই আগুনের ভয়াবহতার জন্য বহু মানুষ ঘরের বাইরে রাত কাটান।
নিউ দিল্লি: রাজধানীতে যেন খাণ্ডবদাহন শুরু হয়েছে! একদিন আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দিল্লির করোলবাগের হোটেলে প্রাণ হারান ১৭ জন। ফের বুধবার আগুনের করাল গ্রাস নেমে এল রাজধানীর ওপর। দিল্লির পশ্চিমপুরী এলাকার বস্তিতে ভয়াবহ আগুনে জ্বলে গেল অন্তত ২৫০'টি ঘর। আগুন লাগার আসল কারণ এখনও জানা না গেলেও, মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলেই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। আগুন লাগার বেশ খানিকক্ষণ পর তা নেভানোর জন্য হাজির হয় দমকলের ২৬'টি ইঞ্জিন। আহতদের ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে।এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ফলে ওই বস্তি ও তৎসংলগ্ন এলাকার বহু মানুষকে প্রবল শীতের মধ্যেও বাইরে থাকতে বাধ্য করে।
হোটেলের আগুনে পুড়ে ছাই দিল্লিতে ঘুরতে আসা কেরালার পরিবারের ৩ সদস্য
আগুন আপাতত নেভানো সম্ভব হয়েছে। সংবাদসংস্থা এএনআই'কে এক দমকলকর্মী জানান, আগুন নেভাতে আমাদের দু'ঘন্টারও বেশি সময় লেগেছে।
বহু ঘর পুড়ে গিয়েছে। মোটরবাইক সহ অন্যান্য বেশ কিছু যানবাহনও পুড়ে ছাই হয়ে গিয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে, বলেন তিনি।