প্রায় ১০০ জন ওই বিষ মদ খেয়েছিল।
হাইলাইটস
- প্রায় ১০০ জন ওই বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে
- ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে
- এই ঘটনায় আপাতত দুজনকে গ্রেফতার করা হয়েছে
গুয়াহাটি: ফের বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এবার অসমে। ন'জন মহিলা সহ মোট ৩২ জন চা-বাগান কর্মীর মৃত্যু হল বিষমদ খেয়ে। আরও ৫০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার। পুলিশ জানায়, মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়তে পারে। গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের আরও বহু কর্মীকে বৃহস্পতিবার রাতে এই একই কারণে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আপাতত দুজনকে গ্রেফতার করা হয়েছে। গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, 'বিষাক্ত দেশি মদ' পান করার জন্যই এই মৃত্যু। জোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা ১০ জনের আজ মৃত্যু হয়।
যা কিছু হয়ে যাক, রাজ্যে সাম্প্রদায়িক হিংসা করতে দেব না, বললেন মমতা
স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া সংবাদসংস্থা রয়টার্সকে জানান, প্রায় ১০০ জন ওই বিষ মদ খেয়েছিল। খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মারা গিয়েছিল ১০০ জনের বেশি মানুষ। তার দু'সপ্তাহের মধ্যেই ফের অসমে ঘটল এই ঘটনা।