This Article is From Feb 06, 2019

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ পশ্চিম মেদিনীপুরে, উল্টে গেল বাস, আহত ৫৫

সকাল ন'টা নাগাদ জাতীয় সড়ক-৬০ এ গিরিধারী চকের সামনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর না এলেও আহতদের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ পশ্চিম মেদিনীপুরে, উল্টে গেল বাস, আহত ৫৫

বাসটি দাঁতন থেকে মেদিনীপুর টাউনের দিকে যাচ্ছিল। (ছবি প্রতীকী)

মেদিনীপুর:

উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় উল্টে গেল বাস। আহত হলেন অন্তত ৫৫ জন ব্যক্তি। ঘটনাটি বুধবার ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায়। পুলিশ জানায়, বাসটি বুধবার সকালে দাঁতন থেকে মেদিনীপুর টাউনের দিকে যাচ্ছিল। সেই সময়ই সকাল ন'টা নাগাদ জাতীয় সড়ক-৬০ এ গিরিধারী চকের সামনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর না এলেও আহতদের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের প্রত্যেককেই ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

কলকাতা সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশের সন্দেহ, বাস বা লরির চালক মদ্যপ অবস্থায় ছিল।  প্রসঙ্গত, জাতীয় সড়ক ৬০-এ এমন দুর্ঘটনা এর আগেও ঘটেছে একাধিকবার। স্থানীয়দের ক্ষোভ, প্রশাসনকে বহু বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে এই ধরনের ঘটনা ঘটারও কোনও বিরাম নেই। প্রাণ হাতে করে চলতে হচ্ছে সাধারণ মানুষকে।

.