মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) সঙ্গে ভারত ও পৃথিবীর নতুন করে পরিচয় করানো দরকার বলে দাবি করলেন শাহরুখ খান
নয়াদিল্লি: বলিউডের মহাতারকা শাহরুখ খান (Shah Rukh Khan) শনিবার জানালেন, বদলাতে থাকা বিশ্ব পরিস্থিতিতে মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) সঙ্গে ভারত ও পৃথিবীর নতুন করে পরিচয় করানো দরকার। মহাত্মা গান্ধির ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘আমরা সবাই জানি আমাদের পরিষ্কার থাকতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী মোদি নতুন করে সেই আইডিয়াকে নিয়ে আসেন স্বচ্ছ অভিযানের মাধ্যমে। আমরা সকলেই জানি, এর ফলে আরও সচেতনতা তৈরি হয়েছে।'' এরপরই তিনি বলেন, ‘‘সেই ভাবে, আমি সত্যিই বিশ্বাস করি গান্ধিজিকে রি-লোড করা দরকার। পৃথিবী বদলাচ্ছে, তাই আমাদের দরকার গান্ধিজি ২.০। আপনারা সবই ডিজিটালাইজড করেছেন।''
“পক্ষপাতদুষ্ট নই, বিজেপি সরকারের সঙ্গেও কাজ করেছি”, NDTV কে বললেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় চলচ্চিত্র জগতের সামনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী ‘‘চলচ্চিত্র ও দূরদর্শনের জগৎকে'' অভিনন্দন জানান মহাত্মা গান্ধির আদর্শকে জনপ্রিয় করে তোলার জন্য।