This Article is From Aug 20, 2018

এক কিলো মিষ্টির দাম 9 হাজার টাকা!

যে কোনও ভারতীয় অনুষ্ঠান মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। সামনেই রাখী বন্ধন উৎসব। আর তাই বিভিন্ন মিষ্টির দোকানে দোকানিরা হরেক রকম মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন। 

এক কিলো মিষ্টির দাম 9 হাজার টাকা!

দোকানের মালিক জানান, সোনার স্বাস্থ্যগুণের কথা মাথায় রেখেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। 

যে কোনও ভারতীয় অনুষ্ঠান মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। সামনেই রাখী বন্ধন উৎসব। আর তাই বিভিন্ন মিষ্টির দোকানে দোকানিরা হরেক রকম মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন। 

গুজরাটের সুরাটে '24 ক্যারাট মিঠাই ম্যাজিক' নামক দোকানটা এক্ষেত্রে অবশ্য আলাদা। সেখানে মিষ্টির দাম শুরুই হয় প্রতি কিলো 9 হাজার টাকা থেকে। 

দামের কারণ একটাই- এই দোকানের মিষ্টির বিশেষত্ব হল সেগুলোয় 24-ক্যারাট সোনার রাংতা মোড়া থাকে।

"দোকানে ঢুকেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। দোকানের লোকেরা আমাকে বললো এই মিষ্টিগুলো শরীরের পক্ষে উপকারী। আমি ওঁদের শুভকামনা করি আর আশা করি সুরাটের লোকেরা এর থেকে উপকার পাবে", দিব্যা শাহ নামক এক ক্রেতা বলেন। 

মিষ্টিতে সোনা ব্যবহারের বুদ্ধিটা কী ভাবে এলো? প্রশ্নের উত্তরে দোকানের মালিক প্রিন্স মিঠাইওয়ালা জানান, সোনার স্বাস্থ্যগুণের কথা মাথায় রেখেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। 

"রূপোর বদলে সোনার স্বাস্থ্যগুণের কথা মাথায় রেখে আমরা সোনার রাংতা ব্যবহার করেছি। অনেক মানুষই রাখী উপলক্ষে এই মিষ্টি কিনেছেন", জানান তিনি।

এই মিষ্টিগুলোর নাম দেওয়া হয়েছে 'সোনার মিষ্টি' এবং দোকানের সমস্ত ক্রেতার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বর্তমানে অবস্থান করছে।

Click for more trending news


.