Read in English
This Article is From Jan 21, 2019

মাকড়সার জালের শব্দ শুনবেন? দেখুন এখানে

‘স্পাইডার্স ক্যানভাস/আরাক্নোড্রোন’ নামে সেই তরঙ্গায়িত প্রেজেন্টেশনে মাকড়সার জালের শব্দ শোনানোর জন্য একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করেছেন বৈজ্ঞানিক ও মিউজিশিয়ানেরা।

Advertisement
অফবিট (c) 2019 The Washington Post

‘স্পাইডার্স ক্যানভাস/আরাক্নোড্রোন’ নামে সেই তরঙ্গায়িত প্রেজেন্টেশন মাকড়সার জালের শব্দ শোনাবে

Highlights

  • মাকড়সার জালের শব্দ শোনাবে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন
  • সেই তরঙ্গায়িত প্রেজেন্টেশনের নাম ‘স্পাইডার্স ক্যানভাস/আরাক্নোড্রোন’
  • আগামী মাসেই আমেরিকায় অনুষ্ঠিত হবে ‘স্পাইডার্স ক্যানভাস/আরাক্নোড্রোন’

মাকড়সার জালের শব্দ শুনেছেন?

সেই শব্দকেই শোনানোর জন্য একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করেছেন বৈজ্ঞানিক ও মিউজিশিয়ানেরা।

‘স্পাইডার্স ক্যানভাস/আরাক্নোড্রোন' নামে সেই তরঙ্গায়িত প্রেজেন্টেশনের পিছনে রয়েছেন এমআইটি সেন্টার ফর আর্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিরেক্টর ইভান জিপোরিন, কম্পোজার তথা ভিস্যুয়াল আর্টিস্ট ক্রিস্টিন সাউথওয়ার্ড, সাউন্ড আর্টিস্ট ইয়ান হ্যট্টিক, মাকড়সার গবেষক ইসাবেল সু। এছাড়াও দক্ষিণ আমেরিকার সির্টোফোরা সিট্রিকোলাও খানিক সাহায্য করেছেন।

ছ'বছরের ছেলেকে ক্ষতবিক্ষত করে ঘিরে ধরল বন্য কুকুর, তারপরে

এই দল মাকড়সার জালের একটি লেসারে স্ক্যান করা ছবির সাহায্যে দেখিয়েছেন জালের বিভিন্ন অংশের শব্দ ভিন্ন। সূক্ষ্ম অথচ পোক্ত প্রোটিন তন্তুতে তৈরি জাল তাদের মুগ্ধ করেছে।

Advertisement

পরাবাস্তব সেই মিউজিকের সঙ্গে একটি ভিস্যুয়ালের মাধ্যমে দর্শককেও তারা মাকড়সার চোখে তার জালকে দেখানোর চেষ্টা করছেন।

এই পারফর্ম্যান্স বিজ্ঞান, কলা, কারিগরি-সহ আরও অনেক উপাদানকে এক সূত্রে বাঁধতে চলেছে।

Advertisement

কিরণ নয়, প্রাক্তন স্ত্রী রিনার সঙ্গে ডিনারে গেলেন আমির খান

তবে এই দল শুধুমাত্র সৃষ্টিশীলতার জাল বিছিয়েই ক্ষান্ত দেয়নি। আগামী দিনে তাদের পরিকল্পনা রয়েছে ভার্চুয়াল রিয়্যালিটিতে এই অনুষ্ঠান নিয়ে আসা। আগামী মাসেই আমেরিকায় অনুষ্ঠিত হবে ‘স্পাইডার্স ক্যানভাস/আরাক্নোড্রোন'। এ নিয়ে বিশদে জানতে Arachnodrone.com –এ দেখুন।

Advertisement

আরও খবর দেখুন এখানে



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement