This Article is From Aug 16, 2018

চলে গেলেন বাজপেয়ী, পড়ুন তাঁর কবিতা

মৃত্যু নিয়ে লেখা তাঁর হিন্দি কবিতাটি রইল

চলে গেলেন বাজপেয়ী, পড়ুন তাঁর কবিতা

অটল বিহারী বাজপেয়ী। (ফাইল ফটো)

নিউ দিল্লি:

চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ী। তিনবারের প্রধানমন্ত্রী এই তিরানব্বই বছর বয়সী রাজনৈতিক নেতা দলমত নির্বিশেষে সবার কাছ থেকেই একইরকম সম্মান ও শ্রদ্ধা পেয়ে এসেছেন। গত এগারোই জুন থেকে দিল্লির এইমসে কিডনির সংক্রমণ, বুকে ব্যথা ও মুত্রাশয়ের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন তিনি।  পড়ে নেওয়া যাক তাঁর একটি কবিতা। মৃত্যু নিয়ে লেখা তাঁর হিন্দি কবিতাটি রইল নিচে:-

 

‘মৌত সে ঠন গয়ি’

 

ঠন গয়ি!

মৌত সে ঠন গয়ি!

 

যুঝনে কা মেরা ইরাদা না থা,

মোড় পর মিলেঙ্গে ইসকা ওয়াদা না থা,

 

রাস্তা রোক কর উয়ো খড়ি হো গয়ি,

ইয়ুঁ লগা জিন্দেগি সে বড়ি হো গয়ি,

 

মৌত কি উমর ক্যায়া হে? দো পল ভি নহিঁ,

জিন্দেগি সিলসিলা, আজ কাল কি নহিঁ,

 

ম্যাঁয় জি ভর জিয়া, ম্যাঁয় মন সে মরুঁ,

লৌটকর আউঙ্গা, কুছ সে কিঁউ ডরুঁ?

 

তু দবে পাঁও, চোরি-ছিপে সে না আ,

সামনে ওয়ার কর, ফির মুঝে আজমা।

 

মৌত সে বেখবর, জিন্দেগি কা সফর,

শাম হর সুরময়ি, রাত বংশী কা স্বর।

 

বাত অ্যায়সী নহিঁ কি কোই গম হি নহিঁ,

দর্দ আপনে পরায়ে কুছ কম ভি নহিঁ।

 

প্যায়ার ইতনা পরায়ে সে মুঝকো মিলা,

না আপনো সে বাকি হেঁ কোই গিলা।

 

হর চুনৌতি সে দো হাত ম্যাঁয়নে কিয়ে,

আঁধিয়ো ম্যাঁয় জলায়ে হেঁ বুঝতে দিয়ে।

 

আজ ঝকঝোড়তা তেজি তুফান হে,

নাও ভমরোঁ কি বাহোঁ মেঁ মেহমান হে।

 

পার পানে কা কায়ম মগর হোসলা,

দেখ তেবর তুফান কা, তেবরি তন গয়ি।

 

মৌত সে ঠন গয়ি।

 

  • অটল বিহারী বাজপেয়ী।
.