মোতিলাল নেহরু কলেজের একটি থিয়েটার গ্রুপের পারফর্ম্যান্স
হাইলাইটস
- এসিটি-র ১১তম মরসুম শুরু হতে চলেছে ২৪ ফেব্রুয়ারি
- দেশের বিভিন্ন প্রান্তের প্রায় চারশোরও বেশি প্রোডাকশনকে সুযোগ দেওয়া হয়
- ৩১শে মার্চ মুম্বইয়ে এই অনুষ্ঠান শেষ হবে
নিউ দিল্লি: ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে নিউ দিল্লিতে অ্যাটেলিয়ার্স ক্যাম্পাস থিয়েটার ফেস্টিভ্যাল (এসিটি)-এর ১১তম মরশুম শুরু হতে চলেছে।
মুম্বাইয়ে নিজের ঘর থেকে পচাগলা অবস্থায় উদ্ধার হল বলিউডের এই খলনায়কের দেহ
শুরুর দিন থেকেই এসিটি উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় চারশোরও বেশি প্রোডাকশনকে সুযোগ দেওয়া হয়। এ বছর প্রথম দিন অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি নিউ দিল্লিতে একটি সম্পূর্ণ প্রোডাকশন দিয়ে অনুষ্ঠানের সূচনার পরে থাকবে পথনাটিকা। বিভিন্ন অঞ্চলে স্টেজ পারফর্মেন্স চলবে তারপরে। ৩১শে মার্চ মুম্বইয়ে এই অনুষ্ঠান শেষ হবে।
এসিটি-র তরফে একটি মন্তব্য বলা হয়েছে, ‘‘প্রায় দশক পেরিয়ে গিয়েছে। এখনও এই উৎসব পালন করতে খুবই গর্ববোধ করি আমরা। অ্যাটেলিয়ার ক্যাম্পাস থিয়েটার সোসাইটির উদ্দেশ্য, ভারতের পাঁচটি শহরে এই ক্যাম্পাস থিয়েটার ফ্যাস্টিভ্যাল উদযাপন করা। নিউ দিল্লি, চন্ডীগঢ়, কলকাতা বেঙ্গালুরু, মুম্বই রয়েছে সেই তালিকায়।
Basant Panchami 2019: সরস্বতী পুজো কেন করা হয়, রইল রোমাঞ্চকর তথ্য
এই বছর এসিটি আরও বড় এবং ভালোভাবে নিজেদের অনুষ্ঠান নিয়ে আসছে, কারণ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে, বিশেষ করে সার্কের অন্তর্ভুক্ত দেশগুলি থেকেও এবছর আবেদনপত্র গ্রহণ করা হয়েছে।
এ বছর এসিটি উৎসবে আরও কয়েকটা দিন বাড়ানো হয়েছে এক মন্তব্যে জানানো হয়েছে। ‘‘গত বছর থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বেরা বিভিন্ন অঞ্চল থেকে এসে যোগ দিয়েছিলেন। আশা করছি বড় রকমের জনসমাগম হবে''— বলে তাদের তরফ এক মন্তব্যে জানানো হয়েছে।
আরও খবর দেখুন এখানে