This Article is From Jan 11, 2020

মহারাষ্ট্রের পালঘরে রাসায়নিক কারখানায় আগুন, মৃত ৫

মুম্বই থেকে ১০০ কিমি দূরে অবস্থিত পালঘরের বইসার এলাকার কোলবাদ গ্রামের এক নির্মীয়মান কারখানায় হয়েছে এই বিস্ফোরণ

মহারাষ্ট্রের পালঘরে রাসায়নিক কারখানায় আগুন, মৃত ৫

খবর পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ এবং দমকল।

হাইলাইটস

  • মহারাষ্ট্রের পালঘরে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ
  • মৃত অন্তত ৮ জন, দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রনে বিস্ফোরণ থেকে লাগা আগুন
  • মুম্বই থেকে ১০০ কিমি দূরে এই পালঘর জেলা
মুম্বই:

মহারাষ্ট্রের পালঘরে (Palghar) একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ। এই দুর্ঘটনার জেরে শনিবার অন্তত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। জেলা পুলিশ সূত্রে খবর দমকলের তৎপরতায় ওই বিস্ফোরণ থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হয়েছে এই বিস্ফোরণ বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।এই বিস্ফোরণের (Blast) তীব্রতা এতটাই ছিল যে ১৫ কিলোমিটার দূর পর্যন্ত শব্দ শোনা গিয়েছে।কেঁপেছে আশপাশের কয়েকটি বাড়িরই জানলা-দরজাও।  

মুম্বই (Mumbai) থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত পালঘর জেলা। সেই জেলার বইসারের কোলবাদে গ্রামের এক নির্মীয়মান কারখানায় (Chemical Factory)  হয়েছে এই বিস্ফোরণ। জানা গেছে, আংক ফার্মা এই কারখানা চালাতো। এমআইডিসি (মহারাষ্ট্র শিল্প উন্নয়ন নিগম)-র আওয়াতভুক্ত এই কোলবাদে।     

.