This Article is From May 03, 2018

সিরিয়াতে পশ্চিমি দেশের নতুন হামলার জন্য 'অরাজকাতর' সৃষ্টি হবে:পুতিন

ক্রেমলিনের তরফ থেকে জারি করা বয়ানের ভিত্তিতে পুতিন বলেছেন, '' যদি সংযুক্ত রাষ্ট্র চার্টারের উলঙ্ঘন করে পুনরায় এই ধরনের কাজ করা হয় তাহলে অন্তর্রাষ্ট্রীয় সম্বন্ধের ক্ষেত্রে অরাজকতার সৃষ্টি হবে.'

সিরিয়াতে পশ্চিমি দেশের নতুন হামলার জন্য 'অরাজকাতর' সৃষ্টি হবে:পুতিন

रूसी राष्ट्रपति व्लादिमीर पुतिन (फाइल फोटो)

मॉस्को: মস্কো: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তাঁর ইরানি সমকক্ষ হাসান রুহানিকে বলেছেন যে, যদি পশ্চিমি দেশ গুলি পুনরায় সিরিয়ার ওপর আকাশ পথে হামলা করে তাহলে অন্তর্রাষ্ট্রীয়  সম্বন্ধের ক্ষেত্রে অরাজকতার সৃষ্টি হবে. আমেরিকার নেতৃত্বে সিরিয়ার রাসায়নিক হাতিয়ার রাখার স্থানে আকাশ পথে হামলা করার পড়ে ফোনে পুতিন এই কথা রুহানিকে বলেছেন.

ক্রেমলিনের তরফ থেকে জারি করা বয়ানের ভিত্তিতে পুতিন বলেছেন, '' যদি সংযুক্ত রাষ্ট্র চার্টারের উলঙ্ঘন করে পুনরায় এই ধরনের কাজ করা হয় তাহলে অন্তর্রাষ্ট্রীয় সম্বন্ধের ক্ষেত্রে অরাজকতার সৃষ্টি হবে.'' বয়ান অনুসারে দুই নেতাই বলেছেন যে, এই ধরনের 'বেআইনি কাজের' জন্য সিরিয়ার রাজনৈতিক সমাধানের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে.

আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন গত শনিবারে সিরিয়ার দুমায় রাসায়নিক হাতিয়ারের স্থানে আকাশ পথে হামলা করেছিল.

.