হাইলাইটস
- বাংলাদেশ থেকে দুবাই যাওয়া বিমান ছিনতাইয়ের চেষ্টা হয়েছে বলে খবর
- সমস্ত যাত্রীকেই বিমান বন্দর চত্বর ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে
- বিমানের এক কর্মীকে উদ্দেশ করে গুলি চালান হয়েছে বলে খবর
বাংলাদেশ থেকে দুবাই যাওয়া বিমান ছিনতাইয়ের চেষ্টা হয়েছে বলে খবর। সরকারি উড়ান সংস্থা বিমান বাংলাদেশের ওই বিমানটির দুবাই উড়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটি চট্টগ্রামে জরুরি অবতরণ করে।
ছিনতাইয়ের চেষ্টার কারণেই বিমান অবতরণ করে বলে খবর। তবে সমস্ত যাত্রীকেই বিমান বন্দর চত্বর ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে।
পাশাপাশি বিমানের এক কর্মীকে উদ্দেশ করে গুলি চালান হয়েছে বলে খবর। বি নিউজ ২৪ জানিয়েছে সন্দেহভাজন ছিনতাইবাজ বি জি ১৪৭ বিমানের মধ্যেই আছে।
বিমান সংস্থার জেনারেল ম্যানেজার শাকিল মিরজা জানান ভেতরে থাকা ১৪২ জন যাত্রীকেই নিরাপদে বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে।