Read in English
This Article is From Feb 20, 2019

হিমাচল প্রদেশে তুষার ধ্বসে মৃত ১ সেনাকর্মী,আটকে রয়েছেন ৫ জন: রিপোর্ট

উদ্ধারকার্য চালাচ্ছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। তাদের সাহায্য করছে জেলা পুলিশ।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from ANI)

বুধবার সকাল ১১ টা নাগাদ তুষার ধ্বস হয়।

কিন্নৌর:

হিমাচল প্রদেশের কিন্নৌরের নামগায় তুষার ধ্বসে এক সেনা জওয়ানের মৃত্যু, আটকে রয়েছেন আরও ৫ জন। উদ্ধারকার্য চালাচ্ছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। তাদের সাহায্য করছে জেলা পুলিশ।

 বুধবার সকাল ১১ টা নাগাদ তুষার ধ্বস হয়। আটকে পড়া ৬ জনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আরও অনেক জওয়ান আটকে পড়েন, তবে তাঁদের উদ্ধার করা হয়।

ইন্দো-চিন সীমান্তের শিপকি লা সেক্টরে সেনা মোতায়েন করা হয়, সেখানেই একটি পোস্ট থেকে আরেকটিতে যাওয়ার পথে তুষারধ্বসটি হয়।

তল্লাশি অভিযান চালাচ্ছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স।তাদের সাহায্য করছে জেলা পুলিশ।

Advertisement

 

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, শেষজনকে খুঁজে না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান চলবে।আটকে পড়া জওয়ানদের উদ্ধারে তল্লাশি অভিযানে নামানো হয়েছে ১৫০ জনের দল। ডোগরিনালা এলাকায় তুষার ধ্বস হয়, এখানে এর আগে কখনও এই ধরণের ঘটনা ঘটে নি।

(এএনআই থেকে পাওয়া তথ্য) 

Advertisement
Advertisement