ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ২৯ বছর পর অযোধ্যায় পা রাখবেন
নয়াদিল্লি: গত বছর সুপ্রিম কোর্ট হিন্দুদের হাতে মালিকানা হস্তান্তর না হওয়া পর্যন্ত কয়েক দশক ধরে বিতর্কিত রাম জন্মভূমি নিয়ে তর্ক বিতর্ক চলে এসেছে। সেই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ২৯ বছর পর অযোধ্যায় পা রাখবেন। প্রধানমন্ত্রী মোদি একটি ৪০ কেজির রূপোর ইঁট রামের জন্মস্থান বলে দাবি করা মন্দিরের প্রতীকী সূচনা হিসাবে চিহ্নিত করবেন। সোমবার মন্দিরের নকশার প্রকাশিত চিত্রগুলিতে একাধিক চূড়া, স্তম্ভ এবং গম্বুজ সহ একটি বিশাল তিন তলা প্রস্তর কাঠামো দেখা গিয়েছে। মন্দিরটি ১৬১ ফুট লম্বা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার হনুমান গাঢ়হি মন্দিরে প্রার্থনা জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার অযোধ্যাতে সাকেত কলেজ হেলিপ্যাডে অবতরণ করে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীকে হনুমানগাঢ়হি মন্দিরের যাত্রায় স্বাগত জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানের জন্য অযোধ্যা রওনা হয়েছেন।
সাধু ও দর্শকরা রাম মন্দিরের জন্য “ভূমি পূজন” অনুষ্ঠানে উপস্থিত।
রাম মন্দিরটি ১৬১ ফুট দীর্ঘ এবং মূলত যা পরিকল্পনা করা হয়েছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ হবে।
আজ অযোধ্যায় প্রধানমন্ত্রী - রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠানের প্রস্তুতির এক ঝলক।
আজ অযোধ্যায় রাম মন্দির ভূমিপুজো অনুষ্ঠানের জন্য বিশেষ সজ্জা।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের মাঝেই আয়োজিত এই বিশাল অনুষ্ঠানের জন্য মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী মোদি এবং আরও চার জন।