Read in English
This Article is From Nov 09, 2019

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক অযোধ্যা রায়ের ৫টি গুরুত্বপূর্ণ তথ্য

অযোধ্যার বিতর্কিত জমি মন্দির নির্মাণের জন্য সরকারি ট্রাস্টকে দিতে হবে এবং মুসলিমকে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় ৫ একর জমি দিতে হবে, রায় সুপ্রিম কোর্টের

Advertisement
অল ইন্ডিয়া Edited by

ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়দান করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি:
  1. বিতর্কিত কাঠামো ফাঁকা জায়গার ওপর নির্মাণ হয়নি বলে জানান প্রধানবিচারপতি রঞ্জন গগৈ, অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট উল্লেখ করেছে আদালত।
     

  2. আদালত এও জানায়, মসজিদ পরিত্যক্ত ছিল না, তারা জানিয়েছে, নামাজ বন্ধ করেছেন মুসলিমরা, তারমানে এই নয় যে, তারা মসজিদের অধিকার ছেড়ে দিয়েছেন।
     

  3. আদালত জানায়, নির্মাণ তৈরি থেকে মুসলিমদের বঞ্ছিত করা যাবে না, তাদের “উপযুক্ত এবং ভাল জায়গায়” মসজিদ নির্মাণের জমি দিতে হবে।
    .
  4. বিতর্কিত জায়গায় রামলালার অধিকার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় বলে জানায় সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দেয়, আইন শৃঙ্খলা এবং শান্তি ও সম্প্রীতি রক্ষার দায়িত্ব সরকার,
     

  5. এর আগে শিয়া ওয়াকফ বোর্ড এবং নির্মোহি আখরার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট, (১৯৪৬ এর ফৈয়জাবাদ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তারা)। আদালত ইঙ্গিত দিয়েছে সরকারি ট্রাস্টে প্রতিনিধি হিসেবে থাকবে নির্মোহি আখরা।




Advertisement