தமிழில் படிக்க Read in English
This Article is From Nov 08, 2019

“অযোধ্যার রায় কারও হার বা জিত নয়, সম্প্রীতি রক্ষা করতেই হবে”, বার্তা প্রধানমন্ত্রীর

PM on Ayodhya Verdict: টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “অযোধ্যা মামলার রায় কারও জয় বা পরাজয় হবে না”, লেখেন, সম্প্রীতি রক্ষা করা দেশবাসীর অগ্রাধিকার

Advertisement
অল ইন্ডিয়া Edited by

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়দানের আগে শান্তিরক্ষার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ছবি)

নয়াদিল্লি:

শনিবার অযোধ্যা মামলার রায়দানের (Ayodhya Verdict) আগে শান্তিরক্ষার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দিতে করা একাধিক ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, “অযোধ্যা মামলার রায় কারও জয় বা পরাজয় হবে না”, পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন, “সম্প্রীতি রক্ষা করা” দেশবাসীর সবার আগে কর্তব্য। শনিবার সকাল ১০.৩০ এ প্রধানবিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার রায়দান হবে।

Advertisement