This Article is From Nov 09, 2019

Ayodhya Verdict: কখন, কোথায়, কীভাবে সুপ্রিম কোর্টের রায় দেখবেন

Ayodhya Case Judgement: ভগবান রামের জন্মস্থান ছিল এই যুক্তি দিয়ে অযোধ্যায় রাম মন্দির তৈরির দাবি করা হয়, সেই জমি বিবাদ নিয়েই অযোধ্যা মামলা

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Ayodhya Case Verdict: ভারতের দীর্ঘতম জমি বিবাদ মামলা হল অযোধ্যা মামলা

নয়া দিল্লি:

শনিবার সুপ্রিম কোর্ট কখন ঐতিহাসিক অযোধ্যা মামলার চূড়ান্ত রায় জানাবে (Ayodhya Verdict) তার প্রতীক্ষায় বসেছিল গোটা দেশ। এসে গেছে ঐতিহাসিক সেই সিদ্ধান্ত। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই মামলায় তাঁদের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বহুদিন ধরে অযোধ্যা জমি জট নিয়ে দেশের শীর্ষ আদালতে এই মামলাটি চলে আসছে। এটি ভারতের দীর্ঘতম জমি বিবাদ মামলা। এর আগে টানা ৪০ দিন ধরে এই মামলায় (Ayodhya Case) দৈনিক শুনানি হয় সুপ্রিম কোর্টে, ১৬ অক্টোবর শেষ হয় সেই শুনানি। আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগেই তাই আজ (শনিবার) এই মামলার রায় ঘোষণা করা হল। রায় ঘোষণার কারণে আগাম সতর্কতা স্বরূপ উত্তরপ্রদেশ, কর্ণাটক, মধ্য প্রদেশ, দিল্লি ও রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যের স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। গোটা উত্তরপ্রদেশকে কড়া নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে যোগী সরকার। 

Ayodhya Verdict: ১৫২৮ থেকে আজ পর্যন্ত জেনে নিন অযোধ্যার ইতিহাস

অযোধ্যা রায় কখন থেকে দেখবেন:

Advertisement

শনিবার সকাল সাড়ে ১০টা থেকেই এই রায়দান প্রক্রিয়া শুরু হয়েছিল শীর্ষ আদালতে।

কীভাবে এবং কোন টিভি চ্যানেলে অযোধ্যা রায় দেখতে পাবেন:

Advertisement

আপনার টিভিতে অযোধ্যা রায়ের সরাসরি আপডেট দেখার জন্য আপনি টিউন করুন এনডিটিভি। চ্যানেল নম্বরগুলি এখানে দেওয়া হল:

টাটা স্কাই: ৬০৪

Advertisement

ডিশ: ৭৬১

ডেন: ৩৬৮

Advertisement

এয়ারটেল: ৩৬৯

হাথওয়ে: ২৫২

Advertisement

অযোধ্যা রায়ে কোনও কৃতিত্ব নিতে পারবে না কেন্দ্র, কটাক্ষ উদ্ধব ঠাকরের

যেখানে অযোধ্যা রায়ের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন:

লাইভ স্ট্রিমিংয়ের জন্য অনলাইনেও আপনি এনডিটিভি প্লেয়ারে অযোধ্যা রায় দেখতে পারেন: এনডিটিভি ইংলিশ চ্যানেল, এনডিটিভি হিন্দি চ্যানেল

সমস্ত আপডেটগুলি ndtv.com -এ ট্রাক করা যাবে

কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অযোধ্যা রায় সংক্রান্ত আপডেটগুলি ট্র্যাক করা যাবে?

আপনি টুইটারে আমাদের অফিশিয়াল হ্যান্ডেল @ndtv -তেও চোখ রাখতে পারেন আপডেট পাওয়ার জন্যে।

আপনি চাইলে এনডিটিভির Facebook এবং Instagram -এও নজর রাখতে পারেন অযোধ্যা রায়ের জন্যে।

আপনি কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশনগুলিতে অযোধ্যা রায় জানতে পারবেন?

আপনি অ্যান্ড্রয়েড এবং iOS সহ সমস্ত মোবাইল প্ল্যাটফর্মে এনডিটিভি অ্যাপে অযোধ্যা রায় জেনে নিতে পারেন।​ দুটো ভার্সান আছে এনডিটিভি অ্যাপের। প্রথমটা হল নিয়মিত NDTV app এবং দ্বিতীয়টি হল NDTV Lite app। 

Advertisement