This Article is From Jul 25, 2019

সংসদে অধ্যক্ষের দায়িত্বে থাকা রমা দেবীর প্রতি অশোভন মন্তব্য আজম খানের

আজম খানের মন্তব্যে অসন্তুষ্ট রমা দেবী বলেন, ‘‘কোনও মহিলার সঙ্গে কথা বলার এটা পদ্ধতি নয়। আপনার মন্তব্য প্রত্যাহার করুন।’’

সংসদে অধ্যক্ষের দায়িত্বে থাকা রমা দেবীর প্রতি অশোভন মন্তব্য আজম খানের

বিজেপি সাংসদ রমা দেবীর উদ্দেশে করা আজম খানের মন্তব্যে তোলপাড় সংসদ।

হাইলাইটস

  • বিজেপি সাংসদ রমা দেবীর উদ্দেশে অশোভন মন্তব্য আজম খানের
  • রমা দেবী তাঁকে মন্তব্য প্রত্যাহার করতে বলেন
  • আজমকে সমর্থন করেন অখিলেশ যাদব
নয়াদিল্লি:

সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ আজম খান (Azam Khan) বরাবরই কটূভাষী হিসেবে পরিচিত। বৃহস্পতিবার তাঁর একটি যৌনগন্ধী মন্তব্যে তোলপাড় হল সংসদ। তিন তালাক বিল পেশ হওয়ার পরে বিতর্ক চলাকালীন অধ্যক্ষের দায়িত্বে থাকা বিজেপি সাংসদ রমা দেবীর উদ্দেশে করা আজম খানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দাবি ওঠে ক্ষমা চাইতে হবে আজমকে। তাঁর দলের মুখ্য অখিলেশ যাদব অবশ্য সমর্থন করেন আজম খানকেই। আজম খানের মন্তব্যে অসন্তুষ্ট রমা দেবী বলেন, ‘‘কোনও মহিলার সঙ্গে কথা বলার এটা পদ্ধতি নয়। আপনার মন্তব্য প্রত্যাহার করুন।'' রমা দেবীর দাবির প্রতিক্রিয়ায় আজম খান বলেন, ‘‘আপনি আমার বোন। খুব প্রিয় বোন। আমার রাজনৈতিক কেরিয়ার খুব দীর্ঘ। খারাপ কিছু আমার পক্ষে বলা সম্ভবই নয়। যদি একটিও অসংসদীয় শব্দ আমি ব্যবহার করে থাকি তাহলে আমি সংসদ থেকে পদত্যাগ করব।''

অখিলেশ যাদব বসেছিলেন আজমের পাশে। এবারের অধিবেশনে তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে বৃহস্পতিবার তিনি সংসদে উপস্থিত ছিলেন।

তাক্ষণিক “তিন তালাক” রোধে বিল পাশ লোকসভায়, ওয়াকআউট বিরোধীদের

অখিলেশ দাঁড়িয়ে তাঁর দলীয় সাংসদকে সমর্থন করেন। তিনি বলেন, ‘‘আমি মনে করি না আজম খান চেয়ারের প্রতি কোনও অসম্মান প্রদর্শন করেছেন।'' তিনি কথা বলার সময় বিজেপির তরফ থেকে ‘শেম' ধ্বনি উচ্চারিত হচ্ছিল। সেদিকে দেখিয়ে অখিলেশ বলেন, ‘‘ওরা ‘বদ তমিজ' (অসভ্য)। এই লোকগুলির ব্যবহার এত খারাপ অথচ এরা আমাদের দিকে আঙুল তুলছে?''

স্পিকার ওম প্রকাশ বিড়লা তখন অখিলেশের উদ্দেশে বলেন, এমন অসংসদীয় শব্দ ব্যবহারের জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত।

স্পিকার বলেন‌, ‘‘আপনাদের পক্ষে ‘এটা প্রত্যাহার, ওটা প্রত্যাহার' করার দাবি করা খুব সহজ। কিন্তু এই প্রত্যাহারের প্রয়োজনীয়তাটা কেন দেখা দেয়? একবার কোনও মন্তব্য করলে সেটা জনসমক্ষে থেকে যায়। তাই আমাদের সকলেরই উচিত সংসদের মর্যাদার কথা মাথায় রেখে কথা বলা উচিত।''

আজম খান তিন তালাক বিলের ব্যাপারে তাঁর বক্তব্য রাখতে উঠলে ‘শেম' ধ্বনি আরও বেড়ে যায়। এর পর সমস্ত সমাজবাদী পার্টির সাংসদরা প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন।

বিতর্কিত মন্তব্য আগেও করেছেন আজম খান। নির্বাচনী প্রচারের সময় বিজেপি প্রার্থী জয়াপ্রদা, যিনি আগে তাঁদের দলেই ছিলেন, তাঁর উদ্দেশে একের পর এক অসৌজন্যমূলক মন্তব্য করেছিলেন তিনি। এর জন্য নির্বাচন কমিশনের থেকে শাস্তিও পেয়েছেন তিনি।

.