This Article is From Oct 05, 2019

‘‘বাবুজি ধীরে চলনা...’’: অরবিন্দ কেজরিওয়ালকে বিঁধে টুইট গৌতম গম্ভীরের

১৯৫৪ সালের হিট গান ‘বাবুজি ধীরে চলনাw।’ সেই গানের প্রসঙ্গ এনেই গৌতম গম্ভীর খোঁচা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়া‌লকে (Arvind Kejriwal)।

‘‘বাবুজি ধীরে চলনা...’’: অরবিন্দ কেজরিওয়ালকে বিঁধে টুইট গৌতম গম্ভীরের

অরবিন্দ কেজরিওয়ালের টুইটের এক ঘণ্টা পরেই গৌতম গম্ভীর মুখ্যমন্ত্রীকে বিঁধে টুইট করেন।

হাইলাইটস

  • গৌতম গম্ভীর খোঁচা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়া‌লকে
  • ‘বাবুজি ধীরে চলনা’ গানের প্রসঙ্গ এনেই তিনি খোঁচা দিলেন
  • পূর্ত বিভাগের অধীনে থাকা রাস্তার বেহাল দশা নিয়ে কটাক্ষ করলেন গৌতম গম্ভীর
নয়াদিল্লি:

বিজেপির সাংসদ প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) তাঁর টুইটারে ‌মনে করালেন এক বহু পুরনো গানের কথা। ১৯৫৪ সালের হিট গান ‘বাবুজি ধীরে চলন‌া।' সেই গানের প্রসঙ্গ এনেই তিনি খোঁচা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়া‌লকে (Arvind Kejriwal)। দিল্লির রাস্তার গর্ত সারানোর এক প্রকল্প শুরু করেছেন আম আদমি পার্টির (AAP) প্রধান। তিনি জানিয়েছেন, কিছু রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য দায়ী তাঁর সরকারের পূর্ত বিভাগ। কিন্তু এই রাস্তাগুলিতে সবচেয়ে বেশি ট্র্যাফিক জ্যাম হয়। এই কথা জানিয়ে তিনি টুইট করেন। তিনি লেখেন, ‘‘দিল্লির কয়েকটি রাস্তা রয়েছে যেগুলি দিল্লি সরকারের অধীনে রয়েছে। কিন্তু প্রতিদিন ওই রাস্তাগুলিতে শয়ে শয়ে গাড়ি চলে। যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় বর্ষার সময় ওই রাস্তা দিয়ে যেতে, তাই এই প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রথম রাস্তাগুলি এত বিশদে নিরীক্ষণ করা হবে।''

রাজীব কুমারের গ্রেফতারির রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে সিবিআই

ওই টুইটের এক ঘণ্টা পরেই গৌতম গম্ভীর মুখ্যমন্ত্রীকে বিঁধে টুইট করেন। ইঙ্গিত করেন দিল্লির পূর্ত দফতরের তত্ত্বাবধানে থাকা রাস্তার হাল মোটেই সুবিধার নয়। পূর্ব দিল্লির বিজেপি সাংসদ হিন্দিতে লেখেন, ‘‘দয়া করে আস্তে যান। অনেক গর্ত রয়েছে। আমরা দিল্লির প্রকৃত অবস্থা জানি। কিন্তু নিজেকে খুশি রাখা ভাল ভাবনা।''

বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আমন্ত্রণ শেখ হাসিনার

অরবিন্দ কেজরিওয়াল জানান আম আদমি পার্টির ৫০ জন বিধায়ক পূর্ত বিভাগের তত্ত্বাবধানে থাকা ২০-২৫ কিমি রাস্তা নিরীক্ষণ করবেন। তাঁদরে সঙ্গে থাকবেন ইঞ্জিনিয়াররা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিধায়করা গর্তের ছবি তুলে তাদের লোকেশন ও বিস্তারিত বিবরণ অ্যাপে তুলে দেবেন।''

এই রাস্তা সারানোর প্রক্রিয়া শুরুর কারণ আগামী বছর দিল্লির বিধানসভা নির্বাচন। আম আদমি পার্টি তাদের সরকারের কাজকে তুলে ধরতে চাইবে। এর মধ্যে অন্যতম সরকারি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি।

২০১৫ সালে আম আদমি পার্টি ক্ষমতায় আসে ৭০টি আসনের মধ্যে ৬৭টিতে জিতে। বাকি আসন পায় বিজেপি। কংগ্রেস থাকে শূন্যতেই।

কিন্তু ২০১৯ সালের লোকসভায় বিজেপি দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের প্রতিটিতেই জয়ী হয়।

দেখুন ভিডিও

.