Read in English
This Article is From Sep 18, 2019

জ্যামে আটকে সরকারি গাড়ি, অটোভাড়া করে বিমানবন্দর গেলেন বাবুল সুপ্রিয়! দেখুন ভিডিও

বাবুল সুপ্রিয় ওই ভিডিওতে বলছেন, “আমার সরকারি গাড়িটি জ্যামে আটকে রয়েছে। আমি মুম্বাইতে একটি অটোতে চড়ে যাওয়ার সুবর্ণ সুযোগের সদব্যবহার করছি।"

Advertisement
অল ইন্ডিয়া Edited by

মুম্বই বিমানবন্দর যাওয়ার পথে বিশাল জ্যাম! আর সেই জ্যামেই আটকে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়! বিমানের সময়ও হয়ে যাচ্ছে এদিকে গাড়ি ঘোড়ারও নট নড়ন চড়ন! কাঁহাতক সহ্য করা যায়! অগত্যা বাবুল সুপ্রিয় একটি অটোরিকশায় উঠলেন। মুশকিল আসান সেই অটোরিকশাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীকে সময়মতো বিমানবন্দরে পৌঁছে দেয়। এই অটোযাত্রায় এতটাই মুগ্ধ হন বাবুল যে তিনি টুইটারে একটি পর্যালোচনা লিখে পোস্ট করেন। গায়ক তথা রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় তাঁর মোবাইল ফোনে একটি ভিডিও শ্যুট করে টুইটারে শেয়ার করেছেন যার শিরোনামে লিখেছেন: “মেরি রিকশা সবলে নিরালি। আমি অবশ্যই সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছে যাব।" 

'খুব শিগগিরি তৃণমূল নেতাদের ঠিকানা হতে চলেছে আলিপুর জেল': বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয় ওই ভিডিওতে বলছেন, “আমার সরকারি গাড়িটি জ্যামে আটকে রয়েছে। আমি মুম্বাইতে একটি অটোতে চড়ে যাওয়ার সুবর্ণ সুযোগের সদব্যবহার করছি। এই অটো যাত্রা আমাকে অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে। এই শহরটিতে আমি যখন লড়াই করছি, অটোতে বেশ কয়েকবার চড়েছি। খুব খুব নস্টালজিক অনুভূতি এবং আজ সত্যিই দারুণ লাগছে আমার!” 

Advertisement

"ইয়ে শাম মস্তানি...": ফুরফুরে মেজাজে বাবুল সুপ্রিয় সহ বিজেপির ৪ সাংসদ

রাজনীতিতে যোগ দেওয়ার আগে বাবুল সুপ্রিয় বিভিন্ন সিনেমায় গান গেয়েছেন। ১৯৯২ সালে যখন মুম্বাই শহরে জীবন জীবিকার লড়াই করছেন বাবুল তখন নাকি অটোর মিটার ডাউন ভাড়া ছিল ৪ টাকা মাত্র! তিনি বারেবারেই বলেন, “এই অটো যাত্রাটি চূড়ান্ত উপভোগ করছেন তিনি।

Advertisement

এই অনন্য এবং চমত্কার অভিজ্ঞতার ভিডিওটি বাবুল সুপ্রিয় একটি জনপ্রিয় কিশোর কুমারের গান দিয়ে শেষ করেন। ভিডিওটি ইতিমধ্যেই ৫,৭০০ বার দেখা হয়েছে, ১২০০ মানুষ লাকই করেছেন ভিডিওটি।

মুম্বই এবং এই শহরের ট্র্যাফিক জ্যাম, বিশেষত বর্ষার সময় এবং গাড়ির জঙ্গলে হাজার হাজার মানুষের ফেঁসে থেকে মোট কত ঘন্টা নষ্ট হয় সেই গল্প অল্প বিস্তর সকলেরই জানা।

Advertisement