জলাশয়ে কুমির আর পাখির লড়াই! কে জিতল? দেখুন ভিডিওতে।
ফ্লোরিডা: কথায় আছে জলে কুমির ডাঙায় বাঘ! এই পরিস্থিতি অনেকের বিপদের কারণ। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল (An Instgram Video) হওয়া ভিডিও এই প্রবাদের উলটো স্রোতে হেঁটেছে। যেখানে দেখা গিয়েছে জলে থাকা কুমিরের সঙ্গে লড়ে চলেছেন এক কাঠঠোকরা (Fight beetween baby Allegator and Wood Stork)। ১৮ জুন সেই ভিডিও পোস্ট করা হয়েছিল। একদিনের মধ্যেই ৫০ হাজার ছুঁয়েছে তার ভিউজ। এই লড়াই থেকে অনুপ্রেরণা নিয়ে কমেন্ট করেছেন অনেক নেটিজেন। ফ্লোরিডার গাটোরল্যান্ড নামে এক সংস্থা নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সেই ভিডিও পোস্ট করেছে। তারা লেখেন, "ঘাবড়াবেন না! দুজনেই সুস্থ। এটা প্রকৃতির থেকে নেওয়া একটা শিক্ষা। আমরা জানি কুমিরের শাবক অত্যন্ত মারাত্মক। কিন্তু কাঠঠোকরাও কম নয়। আপনারা ভিডিওতে যে শব্দ পাচ্ছেন সেটা ওই পাখির ঠোক্করের শব্দ।" সেই ভিডিওতে দেখা গিয়েছে, জলাশয়ের ধারে বসে থাকা ওই পাখিকে খাদ্য বানাতে ক্রমশ তীরের দিকে এগিয়ে আসে সেই কুমির। জল থেকে উঠে সেই পাখিকে আক্রমণ করতে গেলেই, সে ঘুরে দাঁড়ায়। বারবার নিজের ধারালো চঞ্চু দিয়ে ঠোক্কর দিতে শুরু করে। এভাবে দুপক্ষের সংঘাত চলতে থাকে। অবশেষে কিছুতেই সেই কাঠঠোকরাকে বাগে আনতে না পেয়ে রণে ভঙ্গ দেয় সেই কুমির।
দেখুন সেই ভিডিও:
এই ভিডিও দেখে এক নেটিজেন লেখেন, "কুমির শাবক যে ভাবে পাখিকে আক্রমণ করল, তাতে বেশ বুদ্ধিমতার পরিচয় আছে।" আর এক নেটিজেন লিখেছেন, "এই কুমির সেই বাচ্চার মতো যারা সমস্যা ডেকে আনে।"
Click for more
trending news