This Article is From Feb 10, 2019

গর্ত থেকে হাতিশাবককে উদ্ধার করে দলে ফিরিয়ে দিলেন বনকর্মীরা

তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরের মেট্টুপালায়াম অরণ্যের সেই ঘটনায় হাতিশাবকটিকে থেকে উদ্ধার করা হয়েছে বলে জঙ্গলের আধিকারিকরা জানিয়েছেন।

গর্ত থেকে হাতিশাবককে উদ্ধার করে দলে ফিরিয়ে দিলেন বনকর্মীরা

তিন ঘণ্টার চেষ্টায় হাতির শাবকটিকে উদ্ধার করা হয়

হাইলাইটস

  • ছোট্ট হাতি পড়ে গিয়েছিল গর্তে
  • ছোট্ট হাতিটির চিৎকার শুনে আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন
  • হাতিশাবকটিকে থেকে উদ্ধার করা হয়েছে বলে জঙ্গলের আধিকারিকরা জানিয়েছেন
কোয়েম্বাত্তুর:

একটি ছোট্ট হাতি পড়ে গিয়েছিল গর্তের মধ্যে। তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরের মেট্টুপালায়াম অরণ্যের সেই ঘটনায় হাতিশাবকটিকে থেকে উদ্ধার করা হয়েছে বলে জঙ্গলের আধিকারিকরা জানিয়েছেন।

লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট চান না রাহুলঃ সোমেন

ছোট্ট হাতিটির চিৎকার শুনে আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন এবং দেখেন একটি গভীর গর্তের মধ্যে ছোট হাতিটি পড়ে গিয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা করার পরে হাতিটিকে গর্ত থেকে উদ্ধার করেন বনকর্মীরা। এরপরে হাতিটিকে তার দলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তারা।

আধিকারিকেরা জানিয়েছেন, ছোট হাতিটি তার দলের সঙ্গে যাচ্ছিল। তখনই কোনওভাবে বেসামাল হয়ে সে পড়ে গিয়েছিল।

আরও খবর দেখুন এখানে

.