বদ্রিনাথ বা বদ্রিনারায়ণ মন্দির হল ভারতের এক বিখ্যাত হিন্দু মন্দির যেখানে ভগবান বিষ্ণুর পুজো করা হয়।
দেহরাদুন: শীতের মাসে জনসাধারণের জন্য বন্ধ থাকবে উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির (Badrinath temple Uttarakhand)। প্রাচীন এই বিষ্ণু মন্দির আগামী ১৭ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। “শীতের মরশুমে ১৭ নভেম্বর থেকে সাধারণ মানুষের জন্য এই মন্দিরে প্রবেশ বন্ধ থাকবে,” এক জন ঘোষণায় জানান মন্দিরের প্রধান পুরোহিত ঈশ্বরী প্রসাদ নাম্বুদিরি।
বদ্রিনাথ মন্দির (Badrinath temple Uttarakhand) বন্ধের মধ্য দিয়ে বিখ্যাত চার ধাম যাত্রার সমাপ্তিও চিহ্নিত হয়েছে। তবে, শীতের মাসগুলিতে এই মন্দিরগুলির দেবতাদের উপাসনা করতে হলে অন্যত্র যেসব মন্দিরে এই দেবতাদের পুজো হয় সেখানে ভক্তরা পুজো দিতে পারবেন।
সকলের মধ্যেই লুকিয়ে ঈশ্বর! মুসলিম কন্যাকে কুমারীপুজো করে প্রথা ভাঙল দত্ত পরিবার
বদ্রিনাথ বা বদ্রিনারায়ণ মন্দির হল ভারতের এক বিখ্যাত হিন্দু মন্দির যেখানে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। উত্তরাখণ্ড রাজ্যের বদ্রিনাথ শহরে অবস্থিত এই মন্দিরটি।
বদ্রিনাথ মন্দির ও এই শহরটি চারধামের মধ্যে অন্যতম এবং ছোট চার ধাম তীর্থস্থানগুলির মধ্যেও অন্যতম।