தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 15, 2019

বিকিনি পরে শুয়োরদের সঙ্গে ফটোশ্যুট! পরিণামে কী হল মডেলের, দেখুন শুয়োর দ্বীপের ভিডিও

ভেনেজুয়েলার ৩২ বছর বয়সী ফিটনেস মডেল মিশেল একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে সুন্দর দ্বীপে সাদা বিকিনিতে ঘুরছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মানুষজনের কাছে এই দ্বীপ খুবই জনপ্রিয়।

Advertisement
অফবিট

ভিডিও ক্লিপে তাঁকে স্প্যানিশ ভাষায় ‘আমাকে কামড়ে দিল’ বলে চিৎকার করে উঠতে শোনা যাচ্ছে।

শুয়োরদের দ্বীপে বরাহ সাহচর্যে ছবি তুলতে গিয়ে বিপত্তির মুখে ফিটনেস মডেল মিশেল লুইন। বাহামাসের একটি দ্বীপ রয়েছে যা পিগ আইল্যান্ড বা শুয়োর দ্বীপ নামেই পরিচিত। প্রচুর বন্য শুয়োরের বাস এই দ্বীপে। শুয়োর দ্বীপের রাজাদের সঙ্গে নিয়েই ফটোশ্যুট করার ভাবনায় সাদা বিকিনি পরে দ্বীপে নামেন মিশেল। শুয়োরেরা সম্ভবত এই হুজ্জুতি পছন্দ করেনি। ফটোশ্যুটের মাঝেই মডেলের বিকিনি পরিহিত পিছনে কামড় বসিয়ে দেয় একটি শুয়োর।

খাঁচায় ফসকে গিয়ে তিন হিংস্র পান্ডার মুখোমুখি খুদে....তারপর! দেখুন ভাইরাল ভিডিও

ভেনেজুয়েলার ৩২ বছর বয়সী ফিটনেস মডেল মিশেল একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে সুন্দর দ্বীপে সাদা বিকিনিতে ঘুরছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মানুষজনের কাছে এই দ্বীপ খুবই জনপ্রিয়। যারাই এখানে যান তাঁরাই ওই দ্বীপে বসবাসকারী শুয়োরদের নিয়ে ছবি তুলে পোস্ট করেন। যদিও শুয়োররা তা যে খুব একটা পছন্দ করে না তা বোঝা গেল মিশেলের ঘটনায়। ফটোশ্যুট করতে গিয়ে এক শুয়োর তেড়ে দিয়ে মিশেলের পিছনে কামড় বসিয়ে দেয়।

Advertisement

ঘটনার আকস্মিকতা কাটিয়ে মডেল মিশেল মজার ভিডিওটি Instagram এ পোস্ট করেছেন। ভিডিও ক্লিপে তাঁকে স্প্যানিশ ভাষায় ‘আমাকে কামড়ে দিল' বলে চিৎকার করে উঠতে শোনা যাচ্ছে।

‘একবার বলো উত্তমকুমার' থেকে ‘আই লাভ ইউ'- জেনে নিন দেশে বিদেশে ভালোবাসার মানে

Advertisement

নীচে ভিডিওটি দেখুন:

মঙ্গলবার অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে ভিডিওটি এখনও অব্দি ৫.৭ মিলিয়ন মানুষ দেখেছেন, তাঁদের মতামত জানিয়েছেন। একজন মজা করে লিখেছেন, “ওরে বাবা! রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে করে এখানে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম ছবি তুলব! আর করব না!” অন্যএকজন মন্তব্যকারী আবার ঘটনা দেখে হেসেই উলটে গেছেন।

ইউএসএ টুডেলে একটি সাক্ষাত্কারে মিশেলের স্বামী জিমি বলেন, শুয়োরে কামড়ে দিলেও চামড়া ভেদ করে দিতে পারেনি। তাই তেমন চিন্তার কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। এখন বেশ সুস্থ আছে মিশেল। তিনি আরও জানান, শুয়োরদের সঙ্গে গাঁয়ে পড়ে ফটোশ্যুটের ইচ্ছা মিশেলের আর নেই।

Advertisement

জিমি বলেন, “আমরা বুঝতে পারছি যে তারা বন্য প্রাণী এবং আমরাই ওদের এলাকায় ঢুকে পড়েছি। এটা আমাদেরই দোষ।” গত বছরও একটি ফটোশ্যুটের সময় বাহামাসে হাঙরের কামড় খান একজন মডেল।

Advertisement