বকরা ঈদ উপলক্ষ্যে কিছু ম্যাসেজ দেওয়া হল
নিউ দিল্লি: Bakrid 2018: বকরা ঈদ, বা ঈদ-উল-আজহা সারা বিশ্ব সহ ভারতেও 23 শে আগস্ট পালন করা হবে। এই দিন মুসলমানরা বকরা বা ছাগল কুরবানী দিয়ে হজরত ইসমাইলের দেওয়া কুরবানীকে স্মরণ করে। এই দিন তিনি আল্লাহর উদ্দেশ্যে নিজের সবচেয়ে প্রিয় পুত্রকে দেন করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাঁর সততা দেখে সন্তুষ্ট হন এবং পুত্রের পরিবর্তে বকরা গ্রহণ করেছিলেন। তাই বকরা ঈদের মানে হল কুরবানীর দিন। ইসলাম ধর্ম অনুসারে এই দিন গরিব ও অসহায়দের প্রতি বিশেষ ধ্যান দেওয়া হয়। এটাই ওদের ঐতিহ্য। এই দিন কুরবানী দেওয়ার পর বকরার খানিকটা অংশ গরিব বা অসহায় মানুষদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। এই কাজ করে মুসলিমরা এই বার্তাই দিতে চায় যে, তারা নিজেদের বহু প্রিয় মানুষ বা বস্তু, আল্লাহ-র নামে সমর্পণ করে দিতে পারে।
কুরবানীর এই দিনে আপনি ফোনেও নিজের কাছের লোকেদের অভিনন্দন জানাতে পারেন। ম্যাসেজের সাহায্যেও অভিনন্দন প্রদান করতে পারেন। এই বিশেষ দিনের কথা মাথায় রেখে এখানে 5 টি এমন ম্যাসেজ প্রদান করা হল, যার সাহায্যে আপনি নিজের কাছের আত্মীয় বা বন্ধুদের শুভকামনা জানাতে পারেন। এখানে হিন্দিতেও ম্যাসেজ প্রদান করা হল।
ঈদের চাঁদ দেখে ...
আমার খালি হাতে
দেখা গেলো, চোখের জলের নকশা
এ. খুদা !!!
পরের বছরে আমার জীবনে যেন
এমন শূন্যতা না থাকে।
আর...
তা না হলে যেন এই জীবনই না থাকে।
চাঁদের মিষ্টি আলো ছুঁয়ে যাক আপনাকে !!
মিষ্টি হাওয়া কিছু বলে যাক আপনাকে !!
মনের বাসনা জানান খুদাকে!!
খুদা যেন তাই দেন আপনাকে !!
Happy Bakrid!
প্রদীপে আলো না থাকলে, মন এত উদাস হোত না,
যদি আপনি এত দূরে না হতেন,
তাহলে আপনার বাড়ি এসেই জানতাম
'ঈদ মুবারক'!!
সমুদ্রকে তার কিনারা মুবারক,
চাঁদকে তার তারা মুবারক!!
ফুলকে তার গন্ধ মুবারক,
দিলকে তার দিলদার মুবারক
আপনাকে আর আপনার পরিবারকে
ঈদ মুবারক !!
না চাইতেই যখন তুমি খুশি অনুভব করবে,
অজানা খুশির হাওয়া যখন তোমাকে ছুঁয়ে যাবে
তখন জানবে, কেউ মন থেকে তোমার জন্য
দুয়া করছে!!
Happy Bakrid