This Article is From Sep 26, 2018

West Bengal Bandh: কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে রাজ্যে পালিত হচ্ছে বাংলা বনধ

West Bengal Bandh: বিজেপির ডাকা বারো ঘন্টা বনধের কয়েক ঘন্টা পেরিয়ে গেল। এর মধ্যেই বনধ সমর্থকদের বেশ কিছু কার্যকলাপে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল রাজ্যের একটি বড় অংশের মানুষ।

West Bengal Bandh:ইসলামপুরে বাসের ওপর হামলার চিত্র

কলকাতা:

বিজেপির ডাকা বারো ঘন্টা বনধের কয়েক ঘন্টা পেরিয়ে গেল। এর মধ্যেই বনধ সমর্থকদের বেশ কিছু কার্যকলাপে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল রাজ্যের একটি বড় অংশের মানুষ। সকাল থেকেই একের পর এক রেললাইন অবরোধ করেছিল বনধ সমর্থকরা। অবরোধ করা হয় জিটি রোডও। কলকাতায় বনধের আঁচ তেমনভাবে এখনও পর্যন্ত না এসে পড়লেও, জেলায় এর প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। উত্তর চব্বিশ পরগণার হাসনাবাদ ও গুমাতে বনধ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। এছাড়া, হাওড়ার টিকিয়াপাড়াতে একটি বেসরকারি বাস বনধ সমর্থকদের রোষের মুখে পড়ে যায়।

বনধের জেরে সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়ল দক্ষিণবঙ্গের বহু রেলপথ

বারাসাতে সংঘর্ষ বেঁধে যায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করার পর পরিস্থিতি আয়ত্তে আসে। কোচবিহারে তিনটি সরকারি বাস ভাংচুর করে বনধ সমর্থকরা। একইভাবে বাসে ভাংচুর চালানো হয় মেদিনীপুরেও। তারপর বাসটি জ্বালিয়ে দেওয়া হয়।

কাজ থামাবেন না, বাংলাকে সচল রাখুন, বললেন পার্থ চট্টোপাধ্যায়

বনধ ব্যর্থ করার জন্য অজস্র পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন স্থানে।

সব মিলিয়ে এমনই কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়েই আপাতত পালিত হচ্ছে বিজেপির ডাকা আজকের বাংলা বনধ।

.