জানা গিয়েছে বিএনপির এক হাজারেরও বেশি সমর্থক গ্রেফতার হয়েছেন
হাইলাইটস
- বিরোধীদের দাবি তাদের দুর্বল করতেই এভাবে গ্রেফতারি করে চলেছে সরকার
- দীর্ঘ দিন ধরেই জেলে আছেন প্রধান বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া
- পুলিশের তরফে অবশ্য গ্রেফতারির সংখ্যা নিশ্চিত করে জানানো হয়নি
বাংলাদেশ: এ সপ্তাহেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে ১০ হাজার ৫০০ জনকে গ্রেফতার করল পুলিশ। বিরোধীদের দাবি তাদের দুর্বল করতেই এভাবে গ্রেফতারি করে চলেছে হসিনা প্রশাসন। এর আগে রবিবার আমেরিকার তরফে হাসিনাকে বলা হয় ভোট যেন অবাধ ও শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে। এরপরই গ্রেফতারির সংখ্যা প্রকাশ্যে আসে। এমনিতেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন হাসিনা। এবার জিতলে টানা চার বার জেতার রেকর্ড হবে তাঁর। তবে বিরোধীদের দাবি নির্বাচনে জিততে ভয়ের আবহ সৃষ্টি করছেন হাসিনা। তাছাড়া দীর্ঘ দিন ধরেই জেলে আছেন প্রধান বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া।
দায় নেওয়া প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য গড়করির, লক্ষ্য অমিত, দাবি রাজনৈতিক মহলের
জানা গিয়েছে বিএনপির এক হাজারেরও বেশি সমর্থক গ্রেফতার হয়েছেন। তাদের সঙ্গী জামাত-ই-ইসলামির দাবি তাদের প্রায় সাড়ে তিন হাজার সমর্থক গ্রেফতার হয়েছেন। তবে এই সংগঠন সরাসরি নির্বাচনে অংশ নিতে পারে না। তাদের সমর্থকরা বিএনপির হয়ে কোনও কোনও জায়গায় লড়ছেন। জামাতের মহাসচিব সফিকুর রহমান সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন প্রতিদিনই তাঁদের ৮০-৯০ জন সমর্থককে পুলিশ গ্রেফতার করছে।
পুলিশের তরফে অবশ্য গ্রেফতারির সংখ্যা নিশ্চিত করে জানানো হয়নি। মুখপত্র সোহেল রানার দাবি অকারণে এক জনকেও গ্রেফতার করা হয়নি। যারা গ্রেফতার হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে।
প্রার্থীরা আক্রান্ত
বিএনপির মুখপত্র রিজভি আহমেদ জানান মিথ্যা মামলা সাজিয়ে বিরোধী প্রার্থীদের ফাঁসানো হচ্ছে।