Onion Price: বাংলাদেশেও পেঁয়াজের দাম অগ্নিমূল্য, আমদানিকৃত পেঁয়াজেই ভরসা করতে হচ্ছে তাঁদের
ঢাকা: বাংলাদেশে পেঁয়াজের ঝাঁঝে চোখে জল আসার জোগাড়। প্রতিবেশী দেশটিতে (Bangladesh) নিত্যপ্রয়োজনীয় খাবারের মধ্যে থাকা পেঁয়াজের দাম বাড়ার কারণে জরুরি ভিত্তিতে আকাশপথে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে, জানিয়েছেন সে দেশের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক। পেঁয়াজের দাম এতটাই বেড়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর মেনু থেকে পেঁয়াজকে বাইরে রেখেছেন। পেঁয়াজের দাম বৃদ্ধি (Onion Price) এখন দক্ষিণ এশিয়ার একটি সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশে লাগাতার বৃষ্টির কারণ পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় গত সেপ্টেম্বর থেকেই বাংলাদেশে পেঁয়াজ রফতানি করা বন্ধ করে দিয়েছে ভারত। ফলে হু হু করে হাসিনার দেশে বেড়েছে পেঁয়াজের দাম। যেখানে বাংলাদেশে সাধারণত এক কেজি পেঁয়াজের দাম সাধারণত ৩০ টাকার আশেপাশে থাকে সেখানে ভারত রফতানি বন্ধ করায় সেই (Onion) দাম বেড়ে কেজি প্রতি ২৬০ টাকাও ছুঁয়েছে।
হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে বিমান মারফৎ পেঁয়াজ আমদানি করা হচ্ছে বাংলাদেশে। "প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বলেছেন যে তিনিও পেঁয়াজের ব্যবহার বন্ধ করে দিয়েছেন". বলেন ওই আধিকারিক। প্রধানমন্ত্রীর বাসভবনে রান্না হওয়া কোনও খাবারের মধ্যে পেঁয়াজ ছিল না বলেও জানান তিনি।
পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে বিদেশ থেকে ১ লক্ষ টন পেঁয়াজ আমদানি করছে কেন্দ্র
বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে রবিবার সে দেশের জনতার ক্ষোভে পড়ে বাধ্য হয়েই মায়ানমার, তুরস্ক, চিন ও মিশর থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রবিবার চট্টগ্রাম বিমানবন্দরে আমদানিকৃত পেঁয়াজ এসেছে।
রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন (টিসিবি ) রাজধানী ঢাকায় প্রতি কেজিতে ৪৫ টাকা ছাড় দিয়ে পেঁয়াজ বিক্রি করছে বলে খবর। এর ফলে দেখা যায় প্রতিবেশী দেশটিতে অসংখ্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভর্তুকিযুক্ত পেঁয়াজ কিনছে।
"আমাকে আরও দু'ঘণ্টা দাঁড়াতে হলেও আমি দাঁড়াবো, কেননা এক কেজি টিসিবি পেঁয়াজ কিনে আমি প্রায় আড়াইশো টাকা বাঁচাতে পারছি, আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার অনেকটাই অর্থ সাশ্রয় হবে", বলেন বাংলাদেশের এক ইংরাজি শিক্ষক।
এক সপ্তাহের মধ্যে কমবে পিঁয়াজের দাম, আশা মুখ্যমন্ত্রীর
"আমার বয়স ৪১ বছর। আমি কখনই পেঁয়াজের দাম ১২০ টাকার উপরে ছাড়াতে দেখিনি", শারমিন নামের এক গৃহবধূ জানান, গত সপ্তাহ থেকেই তিনি রান্নায় পেঁয়াজের ব্যবহার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। "আমার স্বামী পকোড়া বিক্রি করেন, যার জন্য বিপুল পরিমাণে পেঁয়াজ দরকার। তবে সম্প্রতি পেঁয়াজের দাম আকাশছোঁয়া হওয়ার পরে পকোড়া বিক্রি বন্ধ করে দিতে হয়েছে", আরও বলেন তিনি। রেস্তোঁরাগুলিও তাদের মেনু থেকে পেঁয়াজ দিয়ে তৈরি খাবার বাদ দিয়েছে।
পেঁয়াজের দাম রেকর্ড মূল্য ছোঁয়ায় সোমবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের বৃহত্তম বিরোধী দল। তাঁরা পেঁয়াজের এই আকাশছোঁয়া দাম বৃদ্ধিতে শেখ হাসিনা সরকারকেই দোষ দিচ্ছেন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)