This Article is From Feb 15, 2019

রাজনৈতিক জীবনে ইতি টানার কথা ভাবছেন হাসিনা

মাত্র কয়েক মাস আগেই বড় ব্যবধানে  জয় পেয়েছে  তাঁর  দল।  শুধু তাই নয়  আগের সমস্ত নজির ভেঙে চার বার   প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও  তিনিই পেয়েছেন। 

রাজনৈতিক জীবনে ইতি টানার কথা ভাবছেন হাসিনা

এবার রাজনৈতিক জীবনে ইতি টানার দিকে এগোচ্ছেন তিনি।

হাইলাইটস

  • পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেলে সক্রিয় রাজনীতিকে বিদায় জানাবেন হাসিনা
  • দলের নতুনদের সুযোগ করে দিতেই এমন ভাবনা বলে জানা গিয়েছে
  • মোট চার বার প্রধানমন্ত্রী হওয়া হাসিনা এবার অবসরের কথা ভাবছেন
ঢাকা:

মাত্র কয়েক মাস আগেই বড় ব্যবধানে  জয় পেয়েছে  তাঁর  দল।  শুধু তাই নয়  আগের সমস্ত নজির ভেঙে চার বার   প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও  তিনিই পেয়েছেন।  এ হেন সেখ হাসিনা  রাজনৈতিক অবসরের কথা ভাবছেন। এই পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেলে সক্রিয় রাজনীতিকে বিদায় জানাবেন হাসিনা। দলের নতুনদের সুযোগ করে দিতেই এমন  ভাবনা বলে  জানা গিয়েছে।  জার্মানির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন   রাজনৈতিক জীবন শেষ করার কথা ভাবছেন।  এই পাঁচ বছর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর নতুন করে আর সক্রিয় রাজনীতি করবেন না। হাসিনা প্রথম প্রধানমন্ত্রী  হন ১৯৯৬ সালে। তারপর একটা সময়ে ভোটেব পরাজিত হয়  তাঁর  দল।  ক্ষমতায় ফিরে এবার  নিয়ে পর  পর  তিনবার প্রধানমন্ত্রী হলেন  হাসিনা। মানে মোট  চার বার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। আর এবার  বিরতি  নেওয়ার কথা ভাবছেন হাসিনা।

Pulwama Attack: মধ্যপ্রদেশের শহিদের পরিবারকে এক কোটি টাকা আর সরকারি চাকরির ঘোষণা কমলনাথের

 ডিসেম্বর মাসে  চতুর্থবারের  জন্য বাংলাদেশে সরকার গড়েন সেখ হাসিনা। সরকার গড়তে প্রয়োজনীয় যাদু সংখ্যা (১৫১) অনায়াসে পেয়ে যায় তাঁর দল।   শেষমেশ পাঁচটি বাদ দিয়ে সব আসনেই জিতে যায় আওয়ামি লিগ। যদিও ভোট পর্বের প্রথম থেকেই বিরোধী দলের দাবি শাসক দল সন্ত্রাস করছে। ফলাফল প্রকাশিত হওয়ার পরও সেই অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা। কামাল হুসেন বলেন, আমরা   চাই  নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে ভোট নেওয়া হোক। সে দাবি মানা হয়নি। ভোটের ফল প্রকাশের পর হাসিনা জানান বিবেকের কাছে  তাঁরা পরিস্কার। এবার রাজনৈতিক জীবনে ইতি টানার দিকে এগোচ্ছেন তিনি।

বাংলাদেশের আরেক নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ঘিরে রয়েছে বহু প্রশ্ন।  একাধিক দুর্নীতির মামলায় দোষ প্রমাণ হওয়ায় জেলে আছেন খালেদা। আর তাঁর  দল বিএনপিও রাজনৈতিক গুরুত্ব হারিয়ে ফেলেছে। এবার  ভোটের আগে  নিরবাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর কথা ভাবে বিএনপি। গতবারও সেটাই করেছিল তারা। এবার করলে নির্বাচন কমিশন স্বীকৃতি বাতিল করে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছিল।                                                         

             



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.