বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪।
হাইলাইটস
- করোনা সংক্রমণের ফলে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু বাংলাদেশে
- সেদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৪
- নতুন করে চারজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে
করোনা সংক্রমণের (Coronavirus) ফলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল বাংলাদেশে (Bangladesh)। বুধবার সেদেশে করোনা আক্রান্ত এক ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি কিডনির অসুখ, মধুমেহ এবং হাইপারটেনশনে ভুগছিলেন। বাংলাদেশের এক সিনিয়র স্বাস্থ্য আধিকারিক একথা জানিয়েছেন। নতুন করে চারটি করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে বুধবারই। এই নিয়ে সেদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। জানা যাচ্ছে, মৃত ব্যক্তি আইসিইউতে ভর্তি ছিলেন। নতুন চারটি করোনা সংক্রমণের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা। তাঁদের মধ্যে দু'জন ইতালি ও একজন কুয়েত থেকে ফিরেছিলেন। চতুর্থ জন এঁদেরই একজনের আত্মীয়।
বাংলার প্রথম করোনা সংক্রমণ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
১০ জন আক্রান্তকে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে। গত ৮ মার্চ করোনার সংক্রমণ ধরা পড়া প্রথম ৩ জনকে এরই মধ্যে বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ৪৯ জনকে পরীক্ষা করে দেখা হয়েছে।
সংক্রমণ রুখতে এরই মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারের সৈকতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে।
করোনা-আতঙ্কের ছায়া নবান্নে, কোয়ারান্টাইনে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়
এর আগে ইউরোপ ছাড়াও আরও কয়েকটি দেশ থেকে বাংলাদেশে পর্যটক আসা নিষিদ্ধ করা হয়েছে। তালিকায় রয়েছে ভারতও।
মঙ্গলবার ছিল ‘বঙ্গবন্ধু' শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী। কিন্তু করোনার সংক্রমণের কারমে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাশ টানা হয়েছে শতবার্ষিকী নানা উদযাপনের ক্ষেত্রেও।
চিনের উহান থেকে ছড়িয়ে পড়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের বহু দেশ। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী, সারা পৃথিবীতে ১৯৮,০০৬ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত ৭,৯৪৮ জন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)