This Article is From Jun 27, 2018

বাংলাদেশ: কুমিল্লায় অগ্নিসংযোগ করে হত্যার দায়ে অভিযুক্ত খালেদার জামিন মঞ্জুর, সুপ্রিম কোর্ট

72 বছরের খালেদা জিয়া গত ফেব্রুয়ারি মাস থেকে দুর্নীতি  মামলায় দোষী সাব্যস্ত হয়ে পাঁচ বছর কারাদণ্ড পান। সেই থেকেই তিনি জেলেই আছেন।

বাংলাদেশ: কুমিল্লায় অগ্নিসংযোগ করে হত্যার দায়ে অভিযুক্ত খালেদার জামিন মঞ্জুর, সুপ্রিম কোর্ট
বাংলাদেশ:

বাংলাদেশের সুপ্রিম কোর্ট 2015 সালে অগ্নিসংযোগ করে হত্যা ঘটানোর দায়ে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়াকে 6 মাসের জামিন দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রাখল। 

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখলেন। 

সাতদিনের মধ্যে পিটিশনের মীমাংসা করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, জানাল ঢাকা ট্রিবিউন। 

72 বছরের খালেদা জিয়া গত ফেব্রুয়ারি মাস থেকে দুর্নীতি  মামলায় দোষী সাব্যস্ত হয়ে পাঁচ বছর কারাদণ্ড পান। সেই থেকেই তিনি জেলেই আছেন।

2015 সালের 3 ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জোটের আন্দোলন চলাকালীন একটি বাসে পেট্রোল বোমা বিস্ফোরণ  হয়। নিহত হয় 8 জন, গুরুতর জখম হয় 20 জন। ওই ঘটনায় জড়িত ছিল অজ্ঞাত পরিচয় আততায়ীরা।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে খালেদার বিরূদ্ধে দুটি মামলা শুরু হয়। 

বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা বনধের সময় কুমিল্লা জেলার চৌদ্দাগ্রামের একটি ভ্যানে তাণ্ডব চালানোর ঘটনায় অভিযুক্ত খালেদাকে গত মে মাসের 28 তারিখ হাইকোর্ট ছ'মাসের জামিন মঞ্জুর করে দেয়।

যদিও, তারপরেই ওই জামিনের বিরোধিতা করে সরকার থেকে একটি পিটিশন  দাখিল করে আদালতের ওই আদেশটির ওপর স্থগিতাদেশ জারি করার অনুরোধ করা হয়।

জিয়া অরফ্যানেজ ট্রাস্টের ঘুষ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বিশেষ আদালত  গত 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়।

এর আগে খালেদার বিরূদ্ধে দুর্নীতি দমন শাখার করা দুটো ঘুষ মামলায় নিম্ন আদালতের 2014 সালের 19 মার্চের আদেশই বহাল রেখে দিয়েছিল হাইকোর্ট।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.