গত অগস্ট থেকে 7 লক্ষ রোহিঙ্গা শরণার্থী মায়ানমার থেকে চলে এসেছে বাংলাদেশে
ওয়াশিংটন: বৃহস্পতিবার বিশ্বব্যাঙ্ক জানাল 480 মিলিয়ন ডলার অনুদান দিয়ে তারা সহায়তা করবে বাংলাদেশকে। এই অর্থ দিয়ে রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল ও সামাজিক সুরক্ষার বন্দোবস্ত করা হবে।
এই মুহূর্তে বাংলাদেশে সক্রিয় একটি স্বাস্থ্য সহায়তা প্রকল্পের জন্য ইতিমধ্যেই 50 মিলিয়ন ডলার অনুদান অনুমোদন করে দিয়েছে বিশ্বব্যাঙ্ক। সব মিলিয়ে এই অনুদানের পরিমাণ 480 মিলিয়ন ডলার হবে বলেই অনুমান করা হচ্ছে।
স্বাস্থ্য সেক্টরে যে অনুদান দেওয়া হবে তা আসলে বিশ্বব্যাঙ্ক ও কানাডার অংশীদারিত্বের ভিত্তিতে যে আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন তৈরি করা হয়েছে, তারই তহবিলের অংশ। এই অনুদান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মাতৃত্বকালীন সময়ের স্বাস্থ্য ও পুষ্টি, নবজাতকের সুরক্ষা ও তার স্বাস্থ্য এবং শিশু-কিশোরদের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা প্রদান করা এবং প্রজনন স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সহায়তা খাতে ব্যয় করা হবে।
আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন বা আইডিএ’র থেকে এই সহায়তা দেওয়া হয় বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে। বাংলাদেশকে এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য আরও অন্তত 400 মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক।
গত বছরের অগস্ট মাস থেকে প্রায় 7 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে। মায়ানমারের তাদের ওপর অত্যাচারের জন্য ওই দেশ ছেড়ে তারা চলে আসে বাংলাদেশের কক্সবাজার জেলায়। অচিরেই, পৃথিবীর বৃহত্তম এবং সবথেকে দ্রুত বৃদ্ধি পাওয়া শরণার্থী শিবিরের বাসিন্দা হয়ে যায় রোহিঙ্গারা।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)