This Article is From Nov 09, 2018

এই প্রথম ইভিএমে ভোট হবে বাংলাদেশে

 বাংলাদেশের নির্বাচনে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হবে।

এই প্রথম ইভিএমে ভোট হবে বাংলাদেশে

23 ডিসেম্বরের ভোটের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হয়েছে।

হাইলাইটস

  • বাংলাদেশের নির্বাচনে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হবে
  • আগামী মাসের 23 তারিখ বাংলাদেশের সাধারণ নির্বাচন
  • মুখ্য নির্বাচন কমিশনার নুরুল হুদা জানান 23 তারিখ হবে ভোট গ্রহণ
ঢাকা:

বাংলাদেশের নির্বাচনে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হবে। আগামী মাসের 23 তারিখ বাংলাদেশের সাধারণ নির্বাচন। নির্বাচন কমিশন  বৃহস্পতিবার ভোটের দিন ঘোষণা করে। মুখ্য নির্বাচন কমিশনার নুরুল হুদা জানান 23 তারিখ হবে ভোট গ্রহণ। ভোট কবে নেওয়া হবে তা নিয়ে শাসক এবং  বিরোধী দলের মধ্যে মতভেদ চলচিল। এরই মাঝে  ভোটের দিন ঘোষণা হয়ে গেল। দিন ঘোষণার আগে দেশের অন্য চার নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেন নুরুল। এরপরই ভোটের দিন ঘোষণা হয়ে যায়। এর আগে  কমিশনের কাছে ভোটের দিন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল প্রথমবার ভোটে অংশ নিতে চলা ন্যাশনাল ইউনিটি ফ্রন্ট (এনইউএফ)। বিরোধিতা করে শাসক দল।

23 ডিসেম্বরের ভোটের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হয়েছে। চলবে 19 তারিখ পর্যন্ত। ভোটার সংখ্যা 10 কোটির কিছু বেশি। এর মধ্যে  মহিলা সংখ্যা প্রায়  সাড়ে পাঁচ কোটি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.