This Article is From Jul 16, 2019

বিয়ে সেরে ফেরার পথে ট্রেনের সঙ্গে ভ্যানের ধাক্কায় মৃত্যু বর কনের; নিহত আরও আট!

মর্মান্তিক এই দুর্ঘটনায় ৮ জন ঘটনাস্থলেই মারা যায়, মৃতদের মধ্যেই রয়েছে সদ্য বিবাহিত বর ও বধূও।

Advertisement
ওয়ার্ল্ড
ঢাকা :

বিয়ের আসর সবে শেষ হয়েছে কয়েক ঘণ্টা আগে। বিয়ের আসরের রঙ নিমেষে বদলে গেল স্বজন হারানোর শোকে। বিয়ের আনন্দ কাটিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় সোমবার প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন ব্যক্তি। রক্ষীবিহীন একটি রেলের লেভেল ক্রসিংয়ে দ্রুতগতির ট্রেনের সঙ্গে একটি ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন সদ্যবিবাহিত বর ও কনেও। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপশ্চিম বাংলাদেশের উল্লাহপাড়ায়।

পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের কম? রাজ্যসরকারের চাকরিতে মিলবে অগ্রাধিকার

রাজধানী ঢাকা থেকে ১৪৫ কিলোমিটার (৯০ মাইল) দূরে উল্লাহপাড়াতে ঢাকাগামী ওই ট্রেনটি ভ্যানে ধাক্কা মারে। বিয়ের অনুষ্ঠান সেরে ১৪ জন মানুষ ওই ভ্যানে করে বাড়ি ফিরে আসছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান কৌশিক আহমেদ।

Advertisement

রেল লাইনের ক্রসিংয়ে উল্টোদিক থেকে আসা ট্রেনটিকে লক্ষ না করেই ঢুকে পড়ে ভ্যানটি। নাম না জানা ওই লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়তেই ধেয়ে আসা ট্রেনটি পিষে দেয় ভ্যানটিকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৮ জন ঘটনাস্থলেই মারা যায়, মৃতদের মধ্যেই রয়েছে সদ্য বিবাহিত বর ও বধূও। পুলিশ জানিয়েছে, আরও দু'জন আহত হাসপাতালেই মারা যান এবং বাকিরা গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন। 

কলকাতা মেট্রোর ঘটনায় লোকসভায় মুলতুবি প্রস্তাব তৃণমূলের

Advertisement

দক্ষিণ এশিয়ার দেশগুলিতে মারাত্মক রেল দুর্ঘটনা প্রায় সাধারণ ঘটনা হয়ে উঠেছে। এই বিশ্বের দেশগুলিতে প্রায় ২৫০০ টি রেল লেভেল ক্রসিংয়ের প্রায় ৪০ শতাংশই নিরাপত্তাবিহীন ও নামহীন।

পুলিশ সূত্রের খবর, গত প্রায় সাড়ে ছয় বছরে দেশের ২৮০০ কিলোমিটার (১,৭৩০ মাইল) বিস্তৃত রেললাইনে বিভিন্ন রেল দুর্ঘটনায় প্রায় ৬,০০০ মানুষের মৃত্যু হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement