This Article is From Apr 06, 2019

৭০ হাজার মার্কিন ডলার নিয়ে কলকাতা বিমানবন্দরে গ্রেফতার এক বাংলাদেশি

কেন এত টাকা নিয়ে সে যাচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। সিআইএসএফ কর্তারা তাকে শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছেন।

৭০ হাজার মার্কিন ডলার নিয়ে কলকাতা বিমানবন্দরে গ্রেফতার এক বাংলাদেশি

নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে অপেক্ষা করছিল আব্দুল শোভান। (ছবি প্রতীকী)

কলকাতা:

শনিবার কলকাতা বিমানবন্দর থেকে এক বাংলাদেশি নাগরিককে ৭০ হাজার মার্কিন ডলার নগদ অর্থ সহ গ্রেফতার করল সিআইএসএফ। শুল্ক দফতরের এক কর্তা এই কথা জানান সংবাদসংস্থা পিটিআইকে। তিনি আরও জানান, আব্দুল শোভান নামে ৩৭ বছরের ওই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে যে অর্থ উদ্ধার করা হয়েছে, ভারতীয় মুদ্রায় তার মূল্য ৪৭ লক্ষ ৪২ হাজার টাকা। ওই অর্থ তার ব্যাগের একটি চোরাপকেটে রাখা ছিল বলে জানা গিয়েছে। আটটি টাকার বান্ডিল নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে অপেক্ষা করছিল আব্দুল শোভান। তার লক্ষ্য ছিল ঢাকার বিমান ধরা। শেষপর্যন্ত তা আর সফল হল না।

কেন এত টাকা নিয়ে সে যাচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। সিআইএসএফ কর্তারা তাকে শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.