খাবার পরিবেশন করছেন বারাক ওবামা
নয়াদিল্লি: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার (Barack Obama) একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে ওবামাকে খাবার পরিবেশন করতে দেখা যাচ্ছে। শুধু প্রাক্তন প্রেসিডেন্টই নন তার স্ত্রী মিশেল ওবামাকেও এই ভিডিওতে দেখা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা । ওয়াশিংটনে থাকেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা।
দেখুন সেই ভিডিও
বারাক ওবামার এই ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, " বছরের-পর-বছর দেশকে সেবা করার জন্য ওবামা ও তার পরিবারকে ধন্যবাদ।"
আসলে এই ভিডিওটি ২০১৬ সালের।,তখন বারাক ওবামা আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। তখনই বারাক ওবামা এবং তার পরিবার সেনার অবসর হোমে পৌঁছে যান, প্রাক্তন সেনাদের ধন্যবাদ জানাতে সেখানে প্রাক্তন সেনাদের খাবার পরিবেশন করেন বারাক-মিশেল।
এই ভিডিওটি যদি খুব মন দিয়ে দেখা যায় তাহলেই স্পষ্ট দেখতে পাওয়া যাবে, দেওয়ালের উপর লেখা ,"সশস্ত্র বাহিনী অবসর হোম" এবং রয়েছে লোগোও।
এই ভিডিওটি দেখার পরে অনেকের মনেই প্রশ্ন উঠছে , আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন যে ব্যক্তি তিনি আবার খাবার কেন পরিবেশন করছেন! তাহলে কিছু বোঝার আগে এই ভিডিওটি অবশ্যই একবার দেখে নিন। আর সত্যিটা জানুন।
বিশ্বের আরও খবর জানুন
দেউলিয়া' রিলায়েন্স কমিউনিকেশন থেকে পদত্যাগ অনিল আম্বানির
ওসামা বিন লাদেন ছিল পাকিস্তানের নায়ক'', বললেন পারভেজ মুশারফ
বরফযুগের পর মাটিতে মিশেছিল ‘ভূতের পায়ের ছাপ'! গবেষকদের পরীক্ষায় সত্য উদঘাটন
সিরিয়ায় তুর্কি সেনার হাতে ধরা পড়লেন মৃত আইসিস প্রধান বাগদাদির বোন
Click for more
trending news