This Article is From Jul 21, 2019

বদলাচ্ছে বর্ধমান স্টেশনের নাম, স্বাধীনতা সংগ্রামীর নামে হবে নামকরণ

নাম বদলাতে চলেছে বর্ধমান স্টেশনের। শনিবার, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিহারের বিজেপি নেতা নিত্যানন্দ রাই

বদলাচ্ছে বর্ধমান স্টেশনের নাম, স্বাধীনতা সংগ্রামীর নামে হবে নামকরণ

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের নামেই নামকরণ করা হবে বর্ধমান স্টেশনের

পাটনা:

নাম বদলাতে চলেছে বর্ধমান স্টেশনের (Bardhaman railway station)। শনিবার, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিহারের বিজেপি নেতা নিত্যানন্দ রাই (Nityananda Rai)। গতকাল তিনি স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের (Batukeshwar Dutt) পাটনার বাড়ি ঘুরে দেখে এই সিদ্ধান্তের কথা জানান। বলেন, বটুকেশ্বর দত্ত আদতে বর্ধমানের ভূমিপুত্র হলেও স্বাধীনোত্তর ভারতে তাঁর স্থায়ী বসতি ছিল বিহারের পাটনায়। সেই কথা স্মরণ করে এবং স্বাধীনতা সংগ্রামীর অবদানকে স্বীকৃতি দিতেই পশ্চিমবঙ্গের বর্ধমান স্টেশনের নাম বদলে রাখা হবে বটুকেশ্বর দত্ত (Batukeshwar Dutt)।

কোন ছকে '২১-এর বিধানসভা দখলে রাখবে শাসকদল? উত্তর ২১ জুলাইয়ের মঞ্চে

গতকাল, স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে জাক্কানপুরের বাড়িতে যান নিত্যানন্দ। সেখানে দলের জাতীয় সহ সভাপতি শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে একথা জানান তিনি। উভয়েই দেখা করেন স্বাধীনতা সংগ্রামীর মেয়ে ভারতী বাগচীর সঙ্গে। প্রসঙ্গত, তিনিই বটুকেশ্বরের বংশের শেষ প্রতিনিধি। ১৯৬৫ সালে দিল্লির এইমস সংলগ্ন একটি বর্ধিষ্ণু এলাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন বটুকেশ্বর (Batukeshwar Dutt)। তাঁর মৃত্যুর পর ওই এলাকার নামকরণ করা হয় স্বাধীনতা সংগ্রামীর নামে।

১৯১০ সালে বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রামে জন্মেছিলেন এই স্বাধীনতা সংগ্রামী। পরাধীন দেশকে স্বাধীন করতে তিনি নাম লেখান বিপ্লবী দলে। যোগ দেন চন্দ্রশেখর আজাদের সংগঠন হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন-এ। পরে দিল্লিতে তিনি ভগৎ সিংয়ের সঙ্গে এক হয়ে জড়িয়ে পড়েন সশস্ত্র বিপ্লবে। বোমা বর্ষণ এবং বিদ্রোহী পত্রিকা চালানোর অভিযোগে ভগৎ সিংয়ের সঙ্গে জেল হয় তাঁর। পুলিশ কর্তাকে হত্যার অভিযোগে এরপর ফাঁসি হয় ভগৎ সিং-য়ের। যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আন্দামান-নিকোবরের সেলুলার জেলে দ্বীপান্তরিত করা হয় বটুকেশ্বর দত্তকে।

তৃণমূল নেতাদের বাস থেকে টেনে নামানোর ‘হুমকি', এফআইআর দিলীপ ঘোষের বিরুদ্ধে

দেশ স্বাধীন হওয়ার পর মুক্ত বটুকেশ্বর (Batukeshwar Dutt) চলে আসেন পাটনা শহরে। সেখানেই তিনি বিয়ে করে অঞ্জলিকে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.