This Article is From Jan 05, 2020

বর্ধমান স্টেশনের দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু

শনিবার সন্ধ্যা ৮.১০-এ হঠাৎই ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের একটা বড় অংশ৷

বর্ধমান স্টেশনের দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু

শনিবার সন্ধ্যা ৮.১০-এ ওই দুর্ঘটনা ঘটে।

শনিবার বর্ধমান স্টেশনের (Bardhaman Station) মূল ভবনের প্রবেশ দ্বার ভেঙে পড়ার ফলে (Bardhaman station building collapse) আহত দু' ব্যক্তির একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার মধ্যরাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, ‘‘দুই আহত ব্যক্তির অন্যতম এক ব্যক্তি, যাঁকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে তিনি মারা গিয়েছেন।'' বর্ধমান কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার ড. অমিতাভ সাহা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘‘গুরুতর জখম ওই ব্যক্তি রাত ২.৩৫ মিনিটে মারা যান।''

নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের মূল ভবনের প্রবেশ দ্বারের একাংশ, বিভ্রাটে যাত্রীরা

শনিবার সন্ধ্যা ৮.১০-এ ওই দুর্ঘটনা ঘটে। হঠাৎই ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের একটা বড় অংশ৷ বহু যাত্রী আটকে পড়েন স্টেশনের মধ্যে৷ আতঙ্কিত হন কয়েক হাজার মানুষ।

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান ও উদ্ধার কার্য শুরু করেন। ধ্বংসাবশেষ সরানোর কাজে হাত দেন তাঁরা। দুর্ঘটনার স্থানে নির্মাণ কাজ চলছিল বলে জানা যায়।

ঘটনাস্থলে পৌঁছে যান রেলের ইঞ্জিনিয়াররাও। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.